রাজ্যের সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ক্যানসার কেমোপ্রিভেনশন বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
লাইফ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে। তবে, এ ক্ষেত্রে তাঁর মলিকিউলার বায়োলজি, ইমিউনোলজি বিষয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
পদপ্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে ৩০,৬০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহীদের ২১ এপ্রিলের আগে আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।