ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডে কর্মখালি। এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ইকোনমিক ডিভিশনে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই পদে চার জনকে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীদের স্ট্যাটিস্টিক্যাল, ইকোনমেট্রিক টেকনিক্স, ট্রেড অ্যানালিটিক্স বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। তাঁদের বয়স ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের প্রতি মাসে ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের কাজের মেয়াদ এক বছর। চুক্তির মেয়াদ কাজের নিরিখে বৃদ্ধি পেতে পারে।
লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আগে অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ২০ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।