কেন্দ্র সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন ভুবনেশ্বরের ইনস্টিটিটউট অফ লাইফ সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। ওই প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো এবং টেকনিশিয়ান প্রয়োজন। শূন্যপদে দু’টি।
ওই কাজের জন্য মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে মেডিক্যাল, ফার্মাসি শাখার কোনও বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক। আবেদনকারীদের বয়স ৩৫ বছর হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
টেকনিশিয়ান পদে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা কিংবা ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্য়ক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম পাঁচ বছরের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তবে, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকরাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন। বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্ত ব্যক্তিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে ১৪ জুন, ২০২৫ পর্যন্ত কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৪২ হাজার টাকা এবং টেকনিশিয়ান পদে ২০ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
প্রতিষ্ঠানের তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। ১৫ এপ্রিল, দুপুর ২টোয় ভুবনেশ্বরের ইনস্টিটিটউট অফ লাইফ সায়েন্সেসে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন কী কী নথি সঙ্গে রাখতে হবে, সেই সম্পর্কিত তথ্য জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।