রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকেই।
সংস্থায় নিয়োগ হবে জুনিয়র এগজ়িকিউটিভ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬৩। সংস্থার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং ফায়ার অ্যান্ড সেফটি ক্ষেত্রের জন্য নিযুক্তদের কাজের সুযোগ মিলবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৫ বছর। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩০,০০০-১,২০,০০০ টাকা।
আরও পড়ুন:
জুনিয়র এগজ়িকিউটিভ (ফায়ার অ্যান্ড সেফটি) পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ফায়ার অ্যান্ড সেফটি-তে ডিপ্লোমায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট পদে কম্পিউটার নির্ভর পরীক্ষা, গ্রুপ টাস্ক/ ডিসকাশন, স্কিল টেস্ট, ইন্টারভিউ, মেডিক্যাল পরীক্ষা, শারীরিক সুস্থতার পরীক্ষা-সহ অন্যান্য পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের আগে প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষাও করা হবে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১১৮০ টাকা। আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল। নিয়োগের শর্তাবলি এবং অন্যান্য বিষয় জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।