পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকে কর্মখালি। সম্প্রতি মন্ত্রকের ওয়েবসাইটে তিনটি শূন্যপদে পরামর্শদাতা (কনসালট্যান্ট) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে উল্লিখিত পদে নিযুক্ত কর্মীদের কাজ চলবে।
কনসালট্যান্ট পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের লাইফ সেলে কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের পাঁচ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং অন্যান্য নথিও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।