মনে কোনও প্রশ্ন জাগলে তার উত্তর খুঁজতে শুধু আন্তর্জালের সাহায্য নেওয়ার দিন শেষ। এখন সকলের চিন্তা দূর করতে হাজির কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শিক্ষা, স্বাস্থ্য থেকে শিল্পসংস্থা— সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের রমরমা। ইদানীং জার্নালিজ়ম বা সাংবাদিকতার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে এআই। এ বার সেই বিষয়েই একটি অনলাইন কোর্স করাবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সম্প্রতি এমনতা জানিয়ে তাঁদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেল একটি বেসরকারি সংস্থা মিডিয়া স্কিলস ল্যাবের সঙ্গে একযোগে সংশ্লিষ্ট কোর্সের আয়োজন করবে। পাঠ্যক্রমটির নাম— ‘এআই ইন জার্নালিজ়ম: নেভিগেটিং দ্য ফিউচার অফ নিউজ়’। অর্থাৎ সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কী ভাবে ভবিষ্যতে এই ক্ষেত্রের পটপরিবর্তন করবে, তার-ই খুঁটিনাটি জানানো হবে সংশ্লিষ্ট কোর্সে।
আরও পড়ুন:
এটি একটি স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স। যার মেয়াদ তিন মাস। কোর্সের ক্লাস হবে অনলাইনেই। মে মাসের প্রথম সপ্তাহেই শুরু ক্লাস। প্রতি শুক্র এবং শনিবার সন্ধেবেলা অনলাইনে ক্লাসের আয়োজন করা হবে। কোর্স ফি ৫০০০ টাকা। কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ যে কোনও ব্যক্তি।
সংশ্লিষ্ট কোর্সের পাঠ্যক্রমে পড়ানো হবে জার্নালিজ়মে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অটোমেটেড কনটেন্ট ক্রিয়েশন, খবর জোগাড় করার ক্ষেত্রে বিভিন্ন এআই টুলের ব্যবহার, অডিয়েন্স ডেভেলপমেন্ট, ফ্যাক্ট চেকিং, মাল্টিমিডিয়া এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজ়মে এআই-এর ব্যবহারের মতো নানা প্রাসঙ্গিক বিষয়।
এক দিকে, যেমন মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে এআই। অন্য দিকে, বিশেষজ্ঞরা সর্বত্র এর ব্যবহার নিয়ে আশঙ্কাও প্রকাশ করছেন। এ কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট পাঠক্রমটি চালু করার ভাবা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
আরও পড়ুন:
এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।