Advertisement
E-Paper

বিজ্ঞানের প্রতি অনীহা দূর করতে যাদবপুরে কর্মশালার আয়োজন, প্রশিক্ষিত হবেন শিক্ষকেরা

যাদবপুর বিদ্যাপীঠ সংলগ্ন আরও কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হচ্ছে।

Workshop at Jadavpur Vidyapith

যাদবপুর বিদ্যাপীঠে কর্মশালা। নিজস্ব চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:৩৭
Share
Save

বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের ঝোঁক বাড়াতে কর্মশালার আয়োজন করলেন যাদবপুর বিদ্যাপীঠ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা। যে উদ্যোগে সহায়তা করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ২৭ এবং ২৮ মার্চ বিদ্যাপীঠের স্কুল প্রাঙ্গণে চলছে এই কর্মশালা। মূল উদ্দেশ্য, জাতীয় এবং রাজ্য শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুল শিক্ষকদের পাঠদানের পদ্ধতির আধুনিকীকরণ করা। নয়া শিক্ষানীতিতে বিজ্ঞানের পঠনপাঠনে বইয়ের উপর নির্ভরতা কমিয়ে জোর দেওয়া হচ্ছে হাতেকলমে শিক্ষার উপর। এই পরিস্থিতিতে কী ভাবে স্কুলগুলির পড়ুয়াদের প্র্যাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে বিজ্ঞানের নানা বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানো যায়, সেই উদ্দেশ্যেই শিক্ষকদের জন্য কর্মশালার আয়োজন। যাদবপুর বিদ্যাপীঠ সংলগ্ন আরও কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হচ্ছে।

স্বেচ্ছাসেবী সংস্থা সায়েন্স কমিউনিকেটিভ ফোরামের সম্পাদক অভিজিৎ বর্ধন বলেন, ‘‘যে ভাবে এখনকার বিজ্ঞানের বইগুলি পড়ুয়াদের জন্য লেখা হয়েছে, সেগুলি কী ভাবে ক্লাসরুমে পঠনপাঠন ছাড়াও হাতেকলমে শেখানো যায়, সেই বিষয়েই জোর দেওয়া হচ্ছে এই কর্মশালায়। এর ফলে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে বলেই আমাদের আশা।”

‘পাইলট প্রজেক্ট’ হিসাবে প্রাথমিক পর্যায়ে ১০টি স্কুলের বিজ্ঞান বিষয়ের দু’জন শিক্ষককে এই কর্মশালায় আহ্বান করা হয়েছে। কর্মশালার দু’দিন পদার্থবিদ্যা বিষয় নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর কর্মশালার সাফল্যের উপর ভিত্তি করে আগামী দিনে সারা রাজ্য জুড়ে বিজ্ঞানের বাকি বিষয় নিয়েও শিক্ষকদের প্রশিক্ষিত করা হবে।

যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “ইদানীং পড়ুয়াদের মধ্যে আশ্চর্যজনক ভাবে বিজ্ঞানের প্রতি অনীহা দেখা যাচ্ছে। এর প্রতি যাতে তাদের উৎসাহ বাড়ে তার জন্য বিজ্ঞান শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। বিভিন্ন ব্যবহারিক পদ্ধতির মাধ্যমে যাতে তারা খেলার ছলেই জটিল বিষয় শিখে নিতে পারে, তার জন্য এই কর্মশালার প্রয়োজন ছিল।”

Jadavpur Vidyapith Jadavpur University Workshop on Science Education 2025 Workshop for Teachers 2025

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}