দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ‘ফুড অ্যান্ড বেভারেজেস সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট ট্রেড’-র তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে ১৩,৫০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য হোটেল ম্যানেজমেন্ট/ কেটারিং টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকা চাই। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা-সহ দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ২৮ মার্চ বিকেল ৩টে পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।