কলকাতা মেট্রোয় রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও) নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৯৫ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকা চাই। পাশাপাশি স্টেট মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকেরাও আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। ৪ মার্চ সকাল সাড়ে ১১টা রিপোর্টিং-এর সময়। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী নথি লাগবে তা জানতে প্রথমে মেট্রো রেলওয়ে কলকাতার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।