ভারতীয় রেলের অধীনে চাকরির সুযোগ। দ্য ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ় কো-অপারেটিভ ব্যাঙ্কে রিস্ক অ্যানালিস্ট নিয়োগ করা হবে। তবে ওই পদে কত জনকে নেওয়া হবে, সেই সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনও তথ্য জানানো হয়নি।
ব্যাঙ্ক বা সমতুল প্রতিষ্ঠানে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর বাণিজ্য বা ফিন্যান্সে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। পাশাপাশি, তাঁর ট্রেজ়ারি সিস্টেমে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩৫ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে।
২২ ফেব্রুয়ারি দ্য ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ় কো-অপারেটিভ ব্যাঙ্কের সদর দফতরে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন প্রার্থীদের সঙ্গে জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।