রাজ্য সরকারি সংস্থায় কর্মখালি। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে সাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১১।
উল্লিখিত পদে প্রাথমিক ভাবে নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের সিভিল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং অন্তত পাঁচ বছর কোনও প্রজেক্ট সাইটে ইঞ্জিনিয়ার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসে নিযুক্তদের বেতন হিসাবে ২১,৫০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। ওই পদে আবেদনের সুযোগ পাবেন অনূর্ধ্ব ৩৫ বছর বয়সীরা। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার নথি, কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। তবে তাঁরা ইমেল মারফতও আবেদনপত্র পাঠাতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।