এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
রাজ্যে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ চাকরির সুযোগ রয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের বেশ কয়েকটি বিভাগে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৭৬। যে বিভাগগুলিতে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ হবে, সেগুলি হল— বায়োকেমিস্ট্রি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিয়োলজি, কার্ডিয়োথোরাসিক অ্যান্ড ভ্যাস্কুলার সার্জারি, ডার্মাটোলজি, এন্ডোক্রিনোলজি, ইএনটি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল অনকোলজি/ হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক সার্জারি, পালমোনারি মেডিসিন, রেডিয়োলজি, রেডিয়োথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, ট্রান্সফিউশান মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, ইউরোলজি, অ্যানাস্থেশিয়া, রিউমাটোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি।
সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে সর্বাধিক তিন বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ১৫,৬০০-৩৯,১০০ টাকা। এ ছাড়াও মিলবে গ্রস পে বাবদ ৬৬০০ টাকা। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা। আগামী ১১ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পরে বাছাই প্রার্থীদের অনলাইন এবং অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২১ এবং ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে চলবে ইন্টারভিউ। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy