মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল সংগৃহীত ছবি।
মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চাকরির সুযোগ। এই মর্মে হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের বিভিন্ন বিভাগে সফল প্রার্থীদের কাজের সুযোগ মিলবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে। শূন্যপদের সংখ্যা ১১। হাসপাতালের জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অ্যানাস্থেশিয়োলজি, জেনারেল মেডিসিন, রেডিয়োলজি, গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, মাইক্রোবায়োলজি এবং সাইকিয়াট্রি বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন মাস। বিজ্ঞপ্তিতে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ জানানো হয়নি।
সিনিয়র রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস-এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন/ ডিপ্লোমা/ ডিএনবি নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা কোনও স্টেট কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও জরুরি।
আগামী ১২ নভেম্বর মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুপুর ২টো থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy