সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘেরাও করে তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বসিরহাটে সভা করে ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার চন্দনেশ্বরে শনিবার এই হেনস্থার মুখে পড়েন তিনি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সাংসদ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস তথা জোট প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভা করতে এ দিন বসিরহাট গিয়েছিলেন ঋতব্রত। চারটে নাগাদ সভা সেরে তিনি দক্ষিণ ২৪ পরগনা হয়ে কলকাতা ফেরার পথ ধরেন। সোনারপুর থানার চন্দনেশ্বর মোড়ের কাছে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক লাটিসোটা নিয়ে তাঁর গাড়ি ঘিরে ধরে বলে সাংসদের অভিযোগ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাস্তা আটকে ওরা আমার গাড়ি ঘিরে ফেলে। তার পর অশ্রাব্য গালিগালাজ শুরু করে। ওরা যে ভাষা ব্যবহার করছিল, তা তো আমি বলতে পারব না। তবে সোনারপুর থানায় ফোন করে সাহায্য চেয়েও সাহায্য পাইনি।’’ সিপিএম সাংসদের দাবি, দীর্ঘক্ষণ পর সোনারপুর থানা থেকে তাঁকে ফোন করে জানতে চাওয়া হয়, চন্দনেশ্বর মোড়ে তাঁর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল কি না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy