Advertisement
২৭ জুন ২০২৪

আবার জোর ধাক্কা, অনুব্রতকে নজরবন্দি করল কমিশন

অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। বীরভূমে বেলাগাম সন্ত্রাস চালাচ্ছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত, বিরোধীদের তরফ থেকে এমনই অভিযোগ উঠছিল বার বার। কমিশনের তরফ থেকে তাঁকে সতর্ক করা হলেও, লাগাতার ভোটারদের হুমকি দিয়ে যাচ্ছিলেন অনুব্রত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ২০:৩৮
Share: Save:

অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। বীরভূমে বেলাগাম সন্ত্রাস চালাচ্ছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত, বিরোধীদের তরফ থেকে এমনই অভিযোগ উঠছিল বার বার। কমিশনের তরফ থেকে তাঁকে সতর্ক করা হলেও, লাগাতার ভোটারদের হুমকি দিয়ে যাচ্ছিলেন অনুব্রত। কড়া পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন শুক্রবার সন্ধ্যায় জানিয়ে দিল, এক জন ম্যাজিস্ট্রেট সারাক্ষণ থাকবেন অনুব্রতর সঙ্গে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের ওই আধিকারিকের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর একটি সেকশন। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সব কার্যকলাপে এই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নজর রাখবেন। তাঁর প্রতিটি পদক্ষেপ ভিডিও রেকর্ডিং করা হবে। শনিবার সকাল থেকেই নির্বাচন কমিশনের এই নির্দেশ কার্যকর হচ্ছে। অর্থাৎ তখন থেকেই নজরবন্দি হচ্ছেন অনুব্রত মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE