গ্রাফিক: সনৎ সিংহ।
গত ডিসেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়়ো যাত্রা’য় তাঁর উপস্থিতির পরেই জল্পনা দানা বেঁধেছিল। সোমবার শোনা গেল, তামিল অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসন আগামী লোকসভা ভোটে ডিএমকে-কংগ্রেস-বাম জোটের প্রার্থী হিসাবে কোয়ম্বত্তূর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন। কমল নিজে অবশ্য এ বিষয়ে সরাসরি কোনও ঘোষণা করেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর জবাব, ‘‘দু’দিন অপেক্ষা করুন। সব স্পষ্ট হয়ে যাবে। আশা করছি আপনাদের সুসংবাদ শোনাতে পারব।’’
চলচ্চিত্র তারকা কমল ২০১৮ সালে নিজের দল ‘মাক্কাল নেধি মইয়ম’ (এমএনএম) গড়েছিলেন। ২০১৯-এর লোকসভা ভোটে তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টিতে প্রার্থী দিলেও একটিও জেতেনি তাঁর দল। পেয়েছিল সাকুল্যে সাড়ে তিন শতাংশ ভোট। ২০২১ সালের বিধানসভা ভোটে কোয়ম্বত্তূর দক্ষিণ কেন্দ্রে কমল লড়ে হাজার দেড়েক ভোটে এডিএমকে-বিজেপি জোটের প্রার্থীর কাছে হেরে গেলেও পেয়েছিলেন প্রায় ৩৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে ঠেলে দিয়েছিলেন ডিএমকে-কংগ্রেস-বাম জোটের প্রার্থীকে।
সম্প্রতি ‘সনাতন ধর্ম’ বিতর্কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির পাশে দাঁড়িয়েছিলেন কমল হাসন। লোকসভা ভোটের আগে এই জনপ্রিয় অভিনেতা বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় যোগ দিলে তামিলনাড়ুতে তার ‘প্রভাব’ পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy