(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ। —ফাইল চিত্র।
সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার এবং জোর করে জমি দখলের ঘটনা নিয়ে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শাহের মন্তব্য, ‘‘এক জন মহিলা মুখ্যমন্ত্রীর নাকের ডগায় ধর্মীয় পরিচয় বেছে নারীদের উপর অত্যাচার হল। তিনি কেন চুপ? পুলিশ কোনও তদন্ত করেনি বলে হাই কোর্টকে হস্তক্ষেপ করতে হল। তার পরে মামলাটি সিবিআইয়ের কাছে গেল। তাঁর (মমতা) তো লজ্জিত হওয়া উচিত ।’’
ওই সাক্ষাৎকারে শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নৃশংসতার ঘটনা আসলে শাসকদল তৃণমূলের নেত্রীর পরিকল্পিত পদক্ষেপ। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় একটি কার্যপদ্ধতি (মোডাস অপারেন্ডি) তৈরি করে ফেলেছেন। প্রথমে অত্যাচার করো, মানুষ এক বার এ নিয়ে কথা বললে তা আড়াল করতে আবার অত্যাচার চালাও। সন্দেশখালি এরই একটি উদাহরণ।’’
লোকসভা ভোটে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারের জবাব দেবে দাবি করে শাহ বলেন, ‘‘এ বার বিজেপি পশ্চিমবঙ্গে ২৪ থেকে ৩০টি লোকসভা আসনে জিতবে।’’ বাংলার পাশাপাশি লোকসভা ভোটে দক্ষিণ ভারতেও বিজেপি চমকপ্রদ ফল করবে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কর্নাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ু— এই পাঁচটি রাজ্যের আসন মিলিয়ে আমরা একক বৃহত্তম দল হিসেবে উঠে আসব।’’ সেই সঙ্গে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য— ‘‘২০২৯ সালের পরেও দেশকে নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদী।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy