অপারেশন ব্লু স্টারের ৩০ বছর পর ফের রক্তাক্ত হল অমৃতসরের স্বর্ণমন্দির। মন্দির চত্বরে দুই শিখ গোষ্ঠির সংঘর্ষে গুরুতর জখম হলেন অন্তত ১০ জন।
অপারেশন ব্লু স্টারের ৩০ বছর পূর্তিতে শুক্রবার স্বর্ণমন্দির চত্বরে জড়ো হয়েছিলেন কয়েকশো শিখ। সেই সময়ে অকাল তখতের মঞ্চে ভাষণ দিতে ওঠেন শিরোমোনি অকালি দল (অমৃতসর)-এর নেতা সিমরনজিত সিংহ মান। অভিযোগ, তাঁকে ভাষণ দিতে বাধা দেন শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি)-র কিছু কর্মী। তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয় মাইক। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন সিমরনজিতের অনুগামীরা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় স্বর্ণমন্দির চত্বর। তরবারি, কৃপান, লাঠি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন দু’দলের সমর্থকরা। ঘটনায় আহত হন দু’পক্ষের অন্তত ১০ জন। ছবি তুলতে গেলে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরাও।
স্বাধীন খালিস্তানের দাবিতে শিরোমনি অকালি দল ভেঙেই তৈরি হয়েছিল শিরোমোনি অকালি দল (অমৃতসর)। দলের নেতা সিমরনজিতের অভিযোগ, অকালি দলের প্রত্যক্ষ প্ররোচনাতেই তাঁর উপর হামলা চালিয়েছে এসজিপিসি-র কর্মীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করে হামলার যাবতীয় দায় শিরোমনি অকালি দল (অমৃতসর)-এর উপরেই চাপিয়েছে তারা। ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy