Advertisement
০৮ নভেম্বর ২০২৪

ফের অশান্ত বীরভূম, বোমা বিস্ফোরণে নিহত এক

বোমা বাঁধার সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল বীরভূমের ইলমবাজারে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইলমবাজারের শিবপুর বাস স্ট্যান্ডের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ কৌসর (২৩)। সে এলাকারই বাসিন্দা। ঘটনায় আরও চার জন জখম হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

নিজস্ব সংবাদদাতা
বীরভূম শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৫
Share: Save:

বোমা বাঁধার সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল বীরভূমের ইলমবাজারে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইলমবাজারের শিবপুর বাস স্ট্যান্ডের কাছে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ কৌসর (২৩)। সে এলাকারই বাসিন্দা। ঘটনায় আরও চার জন জখম হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শিবপুর গ্রামের বাস স্ট্যান্ডের কাছে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে। সেখানেই পাঁচ জন বসে বোমা তৈরি করছিল। তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণের ফলে বোমার মশলা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

বৃহস্পতিবার সকালেই পাড়ুইয়ের ভেড়ামারি গ্রামে একদল দুষ্কৃতীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কয়েক মাস ধরে শাসক তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে রাজনৈতিক সংঘর্ষও। বুধবার রাতেও পলসা-বেলুটি, সালন, ভেড়ামারি-সহ একাধিক গ্রামে দু’দলের কর্মী সমর্থকদের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে। এ দিন শিবপুরের ঘটনাটির সঙ্গে আগের ঘটনাগুলির যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

birbhum ilambazar bomb blast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE