কার্বি জঙ্গিরা লুকিয়ে আছে দুর্গম অঞ্চলে। গোপন সূত্রে খবর পেয়ে একই জায়গায় হানা দেয় অসম এবং মেঘালয় পুলিশ। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু গোল বাঁধল মেঘালয় পুলিশের নিরাপত্তা বাহিনীর জন্য খাঁকি পোশাক না পরে যাওয়ায়। জঙ্গি সন্দেহে মেঘালয়ের পুলিশ বাহিনীর উপরই গুলি চালাতে শুরু করে দেয় অসমের পুলিশকর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মেঘালয়ের দুর্গম পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মেঘালয়ের ডেপুটি সুপার পদমর্যাদার এক পুলিশকর্তা। আহত ওই পুলিশকর্তার নাম প্লস্টার সিয়েম।
মেঘালয় পুলিশের ডিজি পিটার জে হানামান জানিয়েছেন, অসমের কার্বি আংলং জেলার সীমানা বরাবর মুলাবারের এক নম্বর ব্লকে শনিবারে অভিযান চালায় প্লস্টার সিয়ামের নেতৃত্বে পুলিশ বাহিনী। কার্বি জঙ্গিরা লুকিয়ে আছে এবং গ্রামবাসীদের কাছ থেকে তোলা তুলছে, গোপন সূত্রে এমন খবর পেয়েই ঘটনাস্থলে যায় মেঘালয় পুলিশ। অসম পুলিশের আরও একটি দল আগেই পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে। মেঘালয় পুলিশের ডিজি আরও জানান, “অভিযানে ইউনিফর্ম পরে যায়নি মেঘালয়ের বাহিনী। তাতে ভুল করে প্লস্টারের উপর গুলি চালিয়ে বসে অসম পুলিশ।” জখম প্লস্টারকে শিলঙের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ হাতে আঘাত লেগেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy