অবশেষে মুক্তি পেলেন ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লকভি। শুক্রবার সকালে ২০ লক্ষ টাকার বন্ড দিয়ে আদিয়ালা জেল ছেড়ে চলে গিয়েছেন লকভি। বৃহস্পতিবার লাহৌর হাইকোর্ট লকভিকে নিয়ে ওকারা-র ডিস্ট্রিক কোঅর্ডিনেশন অফিস (ডিসিও)-এর অধ্যাদেশটি খারিজ করে দেয়। লকভি এই অধ্যাদেশটির বিরুদ্ধে লাহৌর হাইকোর্টে মামলা করেছিলেন। লকভির মুক্তিকে মুম্বই হামলায় মৃতদের প্রতি চরম অপমান বলে জানিয়েছেন ভারত সরকার।
তবে পাকিস্তানের ফেডারল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর করা একটি আবেদনের শুনানি চলছে ইসলামাবাদ হাইকোর্টে। ২০১৪-এর ডিসেম্বরে সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত লকভির জামিন মঞ্জুর করে। তার বিরোধীতা করে এই আবেদন করে এফআইএ। এ ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার বন্ড দিয়ে মুক্তি পেয়েছিলেন লকভি। ইসলামাবাদ হাইকোর্ট শুনানির পরে ওই জামিন খারিজ করলে আবার লকভি গ্রেফতার হতে পারেন।
জারার শা এবং লকভি মুম্বই হামলার অন্যতম দুই চক্রী। ২০০৮-এর এই হামলায় মোট ১৬৬ জনের মৃত্যু হয়। ভারত, আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশের চাপে লকভি-সহ এই ষড়যন্ত্রে লিপ্ত বেশ কয়েক জনের গ্রেফতার এবং বিচার শুরু হলেও নানা কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হতে থাকে। গত বছরের ডিসেম্বর থেকে একের পর এক অভিযোগে জামিন হতে থাকে লকভির। এর তীব্র সমালোচনা করে ভারত-সহ বিশ্বের নানা দেশ। তার পরে লকভিকে আটকে রাখতে বিশেষ অধ্যাদেশ প্রয়োগ করে পাক-প্রশাসন। কিন্তু তাও আদালত খারিজ করে দেওয়ায় অবশেষে ছাড়া পেয়ে গেলেন লকভি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy