উইন্ডশিল্ডে চিড় ধরায় জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমান এআই-৮৭৩। মঙ্গলবার সকালের ঘটনা। ১৬৯ জন যাত্রী নিয়ে এ দিন ভুবনেশ্বর থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই পাইলট দেখতে পান উইন্ডশিল্ডে চিড় ধরেছে। বিমানটি তখন মধ্যপ্রদেশের খাজুরাহোর কাছাকাছি ছিল। বিপদ এড়াতে পাইলট সঙ্গে সঙ্গে লখনউয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন জরুরি অবতরণের জন্য। বেলা সাড়ে ১২টা নাগাদ এটিসি থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর পাইলট বিমানটিকে লখনউ বিমানবন্দরে নামান। বিমানবন্দর সূত্রে খবর, সব যাত্রীই সুরক্ষিত আছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy