Advertisement
০৫ নভেম্বর ২০২৪

নেতার বিল অনুমোদনে নারাজ সংস্থা, কোলিয়ারিতে উত্পাদন বন্ধ রাখল শাসক দলের শ্রমিক সংগঠন

শিল্পে ফের শাসকের দাদাগিরি! এ বার ঘটনাস্থল রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি। এক নেতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বৃহস্পতিবার রানিগঞ্জের মহাবীর কোলিয়ারিতে সাড়ে ছ’ঘন্টা উত্পাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৫ ১৮:২৮
Share: Save:

শিল্পে ফের শাসকের দাদাগিরি! এ বার ঘটনাস্থল রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি।

এক নেতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বৃহস্পতিবার রানিগঞ্জের মহাবীর কোলিয়ারিতে সাড়ে ছ’ঘন্টা উত্পাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। অভিযোগ, রীতিমতো দলীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি প্রভাবিত ইউনিয়নের কর্মী-সমর্থকেরা। ঘটনার জেরে রানিগঞ্জের মহাবীর কোলিয়ারিতে এ দিন সকাল থেকেই কয়লা উত্পাদন বন্ধ ছিল। এর ফলে এক হাজার কিউবিক মিটার কয়লা তোলা সম্ভব হয়নি।

কোলিয়ারি সূত্রের দাবি, বুধবার আইএনটিটিইউসি-র এক নেতা কোলিয়ারির অর্থ বিভাগে একটি বিল অনুমোদন করাতে গিয়েছিলেন। অভিযোগ, বিলটি যে ভুয়ো তা ধরা পড়ে যায়। কিন্তু ওই নেতা অর্থ বিভাগের এক আধিকারিকের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কিন্তু ওই আধিকারিক চাপের মুখেও বিলটি অনুমোদন করেননি। এর পরে নেতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনে এ দিন সকাল থেকে কোলিয়ারিতে বিক্ষোভ দেখায় আইএটিটিইউসি-র কর্মীরা।

বিক্ষুব্ধদের দাবি ছিল, অবিলম্বে ওই আধিকারিককে পদ থেকে সরাতে হবে। অভিযুক্ত আইএনটিটিইউসির নেতা শ্রীকান্ত বন্দোপাধ্যায় বলেন, “বেআইনি কিছু করিনি। শ্রমিকদের সুবিধার জন্যই বলটি পাস করানো জরুরি ছিল। উল্টে বিনা কারণে আমার সঙ্গেই দুর্ব্যবহার করা হয়েছে।” এ দিন দুপুর দু’টো নাগাদ বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। তার পর ফের উত্পাদন শুরু হয়। তবে আইএনটিটিইউসি কর্মীদের দাবি কোনওমতেই মানা হবে না বলে কোলিয়ারির ম্যানেজার এ কে কর্মকার জানিয়েছেন। তিনি বলেন, “চাপ সৃষ্টি করে বেআইনিভাবে একটি বিল পাস করাতে চেয়েছিলেন ওই নেতা। তাতে রাজি না হওয়াতেই এই বিপত্তি। অর্থ বিভাগের এই আধিকারিককে হুমকিও দেন তিনি।” অন্য দিকে, অর্থ বিভাগের ওই আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলে ফের বিক্ষোভ হতে পারে বলে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE