পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যা-মামলায় অভিযুক্ত পাঁচ জনের জামিনের আবেদন মঞ্জুর করল সিউড়ি আদালত। সোমবার ওই পাঁচ জনের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেবকুমার গোস্বামী।
গত বছর ২১ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণের আগের রাতে বীরভূমের পাড়ুইয়ের বাঁধ নবগ্রামে খুন হন অবসরপ্রাপ্ত স্কুলকর্মী সাগর ঘোষ। তাঁর ছেলে হৃদয়বাবু নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। নিরপেক্ষ তদন্তের দাবিতে নিহতের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়।
পাড়ুই-কাণ্ডে সিআইডি তদন্তের গতিপ্রকৃতি দেখে ক্ষুব্ধ হয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত তদন্তের ভার তুলে দেন বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে । কিন্তু নির্ধারিত ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট দাখিল করতে ব্যর্থ হয় সিট। ফলস্বরূপ অভিযুক্তদের আইনজীবী নুরুল আলম সোমবার জামিনের আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত। জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায়ও। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ধরা পড়েন এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় সাত্তোর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সম্পাদক শেখ মুস্তফা-সহ চার জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy