নোবেল হাতে মালালা ইউসুউজাই এবং কৈলাস সত্যার্থী। ছবি: এএফপি।
শান্তিতে মিশে গেল ভারত-পাকিস্তান। আলফ্রেড নোবেল-এর মৃত্যুদিনে শান্তির নোবেল উঠল ভারতের কৈলাস সত্যার্থী এবং পাকিস্তানের মালালা ইউসুফজাই-এর হাতে। সেই মঞ্চেই ভাষণে এক জন নিজের ভিতরের শিশুটিকে অনুভব করতে বললেন। অন্য জন শিশুদের বিরুদ্ধে সব রকমের অবিচার বন্ধ করতে বললেন।
শান্তির নোবেল-এর ঘোষণায় দীর্ঘ দিন ধরে যুযুধান দুই দেশের মধ্যে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির আশাপ্রকাশ করেছিল নোবেল কমিটি। বুধবার নোবেল মঞ্চ যেন সেই সম্প্রীতির মঞ্চ হয়ে উঠল। মালালাকে নিজের কন্যার মতো বললেন কৈলাস। গাঁধী, মার্টিন লুথার কিঙ্গ এবং নেলসন ম্যান্ডেলার আদর্শে সমস্ত ধরনের ক্ষুদ্রস্বার্থ, অসহিষ্ণুতা ছেড়ে ভারত-পাকিস্তান-সহ সারা বিশ্বকে শিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে বললেন।
কৈলাস যেখানে ছাড়লেন, সেখান থেকে শুরু করলেন মালালা। এখনও স্কুলে যেতে পারে না এমন ৬ কোটি ৬০ লক্ষ মেয়ের প্রতিনিধি বলে নিজেকে দাবি করলেন। উপমহাদেশ-সহ সারা বিশ্বের শিশু, বিশেষ করে শিশুকন্যাদের হয়ে জোর সওয়াল করলেন। বিলম্ব নয়, যত দ্রুত সম্ভব এই বঞ্চিত, নিপীড়িতদের জন্য সুন্দর ভবিষ্যতের দাবিও তুললেন মালালা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy