Advertisement
০২ নভেম্বর ২০২৪
West Bengal Madrasah 2023 Merit List

মাদ্রাসার রেজাল্ট প্রকাশিত, এ বছর মেধাতালিকায় কারা? রইল সম্পূর্ণ তালিকা

তিনটি স্তরে পড়ুয়াদের পাশের হার যথাক্রমে ৮৮.০৯ শতাংশ, ৯০.৬৯ শতাংশ এবং ৯১.১৫ শতাংশ।

এ বছর মেধাতালিকায় কারা?

এ বছর মেধাতালিকায় কারা? ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৭:৩৯
Share: Save:

২০২৩-এর মাদ্রাসার তিনটি স্তরের ফলাফল প্রকাশ করা হল শনিবার সকাল সাড়ে ১০টায়। রেজাল্ট ঘোষণা করা হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের মৌলানা আবুল কালাম আজাদ ভবনের অফিস থেকে। সাড়ে ১১টা থেকে ফলাফল দেখা যাচ্ছে পর্ষদের ওয়েবসাইট wbbme.org-তেও। এ বছর হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল মিলিয়ে মোট ৩৫ জন রয়েছে মেধাতালিকায়।

দুপুর সাড়ে ১২টা থেকে রাজ্যের মাদ্রাসাষ্ণোগুলি পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবে পর্ষদের বিভিন্ন সেন্টার থেকে। চলতি বছরে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ৩৮৪৪৫, ৯২৯২ এবং ৫৮২৮। তিনটি স্তরে পড়ুয়াদের পাশের হার যথাক্রমে ৮৮.০৯ শতাংশ, ৯০.৬৯ শতাংশ এবং ৯১.১৫ শতাংশ।

জেলারই তিন পড়ুয়া প্রতিটি স্তরের পরীক্ষায় প্রথম স্থান দখল করে নিয়েছে। প্রথম স্থানাধিকারী ছাড়াও পর্ষদের তরফে পূর্ণাঙ্গ মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। রইল সেই তালিকা।

হাই মাদ্রাসা পরীক্ষা:

প্রথম: আশিক ইকবাল, ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর ৭৮০।

দ্বিতীয়: নাসিরুদ্দিন মোল্লা, কোমনগর হাই মাদ্রাসা, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর ৭৭৫।

তৃতীয়: মহম্মদ মুক্তাদুর রহমান, ফাতেখানি বিএমএস হাই মাদ্রাসা, মালদহ, প্রাপ্ত নম্বর ৭৭৪।

চতুর্থ: ইমরান আলি, রামনগর বইরগাছি, গাজোল, মালদহ, প্রাপ্ত নম্বর ৭৭২।

পঞ্চম: সাদিয়া খাতুন, আইসিআর হাই মাদ্রাসা, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর ৭৭০।

ষষ্ঠ: মাস্কুরা খাতুন, বটতলা আদর্শ হাই মাদ্রাসা, মালদহ, প্রাপ্ত নম্বর ৭৬৫।

সপ্তম: মহম্মদ সাদ, বর্ধমান হাই মাদ্রাসা, পুর্ব বর্ধমান, প্রাপ্ত নম্বর ৭৬৩।

সপ্তম: সাহিদুল ইসলাম, জালালপুর হাই মাদ্রাসা, মালদহ, প্রাপ্ত নম্বর ৭৬৩।

অষ্টম: নাজিব আহমদ, বটতলা আদর্শ হাই মাদ্রাসা, মালদহ, প্রাপ্ত নম্বর ৭৬১।

নবম; ওয়াসিম আখতার, ধানগারা বিষ্ণুপুর হাই মাদ্রাসা, মালদহ, প্রাপ্ত নম্বর ৭৬০।

দশম: মহম্মদ মসিহুর রহমান, রামনগর বইরগাছি, গাজোল, মালদহ, প্রাপ্ত নম্বর ৭৫৯।

আলিম পরীক্ষা:

প্রথম: মহম্মদ সুজাউদ্দিন লস্কর, মারুইবেরিয়া আইনুলউলাম সিনিয়র মাদ্রাসা, উত্তর ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৮৪৫।

দ্বিতীয়: করিমুল ইসলাম মণ্ডল, কাটিয়া শাহ রজব আলি সিনিয়র মাদ্রাসা, উত্তর ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৮৪৩।

দ্বিতীয়: আবদুল হালিম, পামাইপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর ৮৪৩।

তৃতীয়: আব্দুর রহমান, সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর ৮৩৯।

চতুর্থ: আফরিন মণ্ডল, বনগাঁ হজরত পির আবু বকর দারুল উলাম সিনিয়র মাদ্রাসা, উত্তর ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৮৩৭।

পঞ্চম: হাসিবুর শেখ, সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর ৮৩৩।

ষষ্ঠ: শবনম খাতুন, খারুই এমআই সিনিয়র মাদ্রাসা, পূর্ব মেদিনীপুর, প্রাপ্ত নম্বর ৮২৮।

সপ্তম: ইয়ামিন শেখ, খেরিয়া সিদ্দিকি সিনিয়র মাদ্রাসা, দক্ষিণ ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৮১৯।

সপ্তম: শেখ আলফায়েদ ইসলাম, ডানকুনি সিদ্দিকি সিনিয়র মাদ্রাসা, হুগলি, প্রাপ্ত নম্বর ৮১৯।

অষ্টম: এমএসএমটি আমাতুল্লাহ তাসনিম, সপ্তগ্রাম দারুল উলাম সিনিয়র মাদ্রাসা, দক্ষিণ ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৮১৬।

নবম: সোনিয়া পারভিন, রাজাপুর দারুস সালাম সিনিয়র মাদ্রাসা, উত্তর ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৮১১।

দশম: রেশমা খাতুন, রাজাপুর দারুস সালাম সিনিয়র মাদ্রাসা, উত্তর ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৮১০।

ফাজিল পরীক্ষা:

প্রথম: ফাহিম আখতার, ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসা, হুগলি, প্রাপ্ত নম্বর ৫৬৫।

দ্বিতীয়: মোজাম্মেল মল্লিক, কদমপুকুর সিনিয়র মাদ্রাসা, পূর্ব বর্ধমান, প্রাপ্ত নম্বর ৫৫১।

তৃতীয়: আইয়াজ আহামেদ মণ্ডল, স্বরূপনগর ওশিয়া সিনিয়র মাদ্রাসা, উত্তর ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৫৪৯।

চতুর্থ: সুমাইয়া পারভিন, স্বরূপনগর ওশিয়া সিনিয়র মাদ্রাসা, উত্তর ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৫৪৫।

চতুর্থ: মহম্মদ সানাউল্লাহ খান, ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসা, হুগলি, প্রাপ্ত নম্বর ৫৪৫।

পঞ্চম: শেখ ইনজামামুল হক, সিতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা, হুগলি, প্রাপ্ত নম্বর ৫৪৩।

ষষ্ঠ: মহম্মদ আব্দুর রহমান লস্কর, বনমালিপুকুর আবু জাফারিয়া সিদ্দিকি সিনিয়র মাদ্রাসা, দক্ষিণ ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৫৪২।

সপ্তম: রাজিবুল মণ্ডল, মুস্তাফাউইয়া সিদ্দিকি দারুল উলাম দোগাছিয়া সিনিয়র মাদ্রাসা, পশ্চিম মেদিনীপুর, প্রাপ্ত নম্বর ৫৪১।

অষ্টম: আইনুল হক, ছাইঘারি কে আই সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর ৫৩৯।

নবম: শেখ সাবিরুল ইসলাম, সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, দক্ষিণ ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৫৩৮।

নবম: হাবিবুল্লা খান, সীতাপুর এনডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা, হুগলি, প্রাপ্ত নম্বর ৫৩৮।

দশম: মিজানুর রহমান মোল্লা, সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, দক্ষিণ ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৫৩৭।

দশম: কারিমাহ, স্বরূপনগর ওশিয়া সিনিয়র মাদ্রাসা, উত্তর ২৪ পরগণা, প্রাপ্ত নম্বর ৫৩৭।

চলতি বছরে মাদ্রাসা বোর্ডের সমস্ত পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় গত ১৩ মার্চ। তিনটি স্তর মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৩,৫৬,০৫।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE