শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় রয়েছে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফেও আলোচনাসভায় বক্তৃতার জন্য নবান্নে আমন্ত্রণ এসেছে বলে সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আগামী ২৭ মার্চ বক্তৃতা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। বিষয়, ‘সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ণ’। শুধু মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসাবে তিনি আমন্ত্রিত নন, বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে মমতা যাচ্ছেন লেখিকা পরিচয়েও। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলরও (সহ-উপাচার্য) বাংলার উন্নয়ন এবং অগ্রগতির নতুন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁর অভিজ্ঞতার কথা কেলগ কলেজের আলোচনায় বলার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন।
আরও পড়ুন:
এর পর চলতি মাসের গোড়ায় লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে দীপ্তেন্দু রায় সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ণের বিষয়ে মুখ্যমন্ত্রীকে বক্তৃতায় আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। সর্বশেষ ইমেলটি এসেছে সোমবার। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর ডিরেক্টর সোফিয়া কোল্লিগননের তরফে। চ্যাথাম হাউসে অনুষ্ঠিতব্য ওই আলোচনাসভায় সংস্থার শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষাবিদদের সামনে তাঁর সরকারের নারী ক্ষমতায়ণ কেন্দ্রিক নীতি, রাজনৈতিক কৌশল এবং শাসন মডেল ব্যাখ্যা করার আমন্ত্রণ এসেছে।