দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে এমবিএ প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ২০২৫-২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে। এর জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
প্রতিষ্ঠানের এমবিএ প্রোগ্রামটি দু’বছরের। এর জন্য মোট ৪৪টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। ২০২৪-এর ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট), ২০২৫-এর সিম্যাট (কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট), ২০২৪ এবং ২০২৫ সালের ম্যাটে (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ১০ এপ্রিল। গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের পর নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৭ এপ্রিল। কোর্সে ভর্তি সংক্রান্ত বাকি তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি দেখে নিতে হবে।