কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ব্যাচেলর্স অফ এডুকেশন বা বিএড কোর্সে ভর্তির সুযোগ। সম্প্রতি এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজের ওয়েবসাইটে। জানানো হয়েছে, কলেজে ২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে সমগ্র আবেদন প্রক্রিয়া। যা শুরু হবে ১৬ এপ্রিল থেকে।
কলেজের বিএড কোর্সটি দু’বছরের। স্কুলে শিক্ষকতার জন্য প্রয়োজনীয় এই কোর্সটিতে অন্যান্য বিষয়ের পাশাপাশি যে বিষয়টি তাঁরা স্কুলে পড়াতে চান, সেই বিষয়েও স্পেশালাইজ় করতে পারবেন। সেন্ট জেভিয়ার্সে পড়ুয়ারা অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভৌতবিজ্ঞান, বাংলা, গণিত, হিন্দি, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলে স্পেশালাইজ় করার বা ‘মেথড সাবজেক্ট’ হিসাবে বেছে নেওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
কোর্সে ভর্তির আবেদন জানাতে পড়ুয়াদের ন্যূনতম স্নাতক যোগ্যতাসম্পন্ন হতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিতদের ন্যূনতম নম্বর থাকতে হবে যথাক্রমে ৫০ এবং ৪৫ শতাংশ। পাশাপাশি, যে বিষয়টি তাঁরা ‘মেথড সাবজেক্ট’ হিসাবে বেছে নিতে চান, সেই বিষয়টি স্নাতক বা স্নাতকোত্তরে থাকতে হবে। ইংরেজিতে কথোপকথন এবং লেখালিখিতেও স্বচ্ছন্দ হতে হবে। এ ছাড়াও, আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বছর।
আগ্রহীদের এর জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের সার্বিক যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।