আইআইটি মাদ্রাজ। সংগৃহীত ছবি।
বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু নতুন বিষয়ে একাধিক কোর্স চালু করা হচ্ছে। পড়ুয়াদের সুবিধার্থে অফলাইন ক্লাসের পাশাপাশি বিভিন্ন পাঠক্রম পড়ানো হচ্ছে অনলাইনেও। এ বার দেশের ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারের অভাব পূরণ করতে স্পোর্টস সায়েন্স বা ক্রীড়াবিজ্ঞানের উপর অনলাইন পাঠক্রম চালু করছে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ। সম্পূর্ণ বিনামূল্যে কোর্সগুলি করা যাবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। সম্প্রতি আইআইটি মাদ্রাজের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
দেশে ক্রীড়াবিজ্ঞানের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই কোর্স চালুর ভাবনা। মোট সাতটি পাঠক্রম চালু করা হবে। কোর্সগুলি কেন্দ্রের ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং (এনপিটিইএল)-এর সঙ্গে যৌথ ভাবে চালু করবে আইআইটি মাদ্রাজ। স্পোর্টস সায়েন্সের নানা খুঁটিনাটি জানা যাবে এই পাঠক্রমগুলি থেকে। সমস্ত কোর্সের ক্লাস হবে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত।
কোর্সগুলি হল- স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ফর দি ইন্ডিয়ান পপুলশন, স্পোর্টস অ্যান্ড পারফরমেন্স নিউট্রিশন, ফান্ডামেন্টালস অফ স্পোর্টস ট্রেনিং, লোড ম্যানেজমেন্ট অ্যান্ড রিকভারি, এসেনশিয়ালস অফ স্পোর্টস ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, হিউম্যান মুভমেন্ট সায়েন্স, ইন্ট্রোডাকশন টু এক্সারসাইজ ফিজিওলজি অ্যান্ড স্পোর্টস পারফরম্যান্স এবং স্পোর্টস সাইকোলজি।
এই কোর্সে ভর্তি হতে পারবেন ক্রীড়াবিদ, কোচ থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রে আগ্রহী যে কোনও ব্যক্তি। আবেদন জানাতে পড়ুয়াদের দ্বাদশ উত্তীর্ণ হলেই চলবে।
কোর্সটি ‘স্বয়ম’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে বিনামূল্যে করা যাবে। তবে কোর্স শেষে অফলাইন পরীক্ষার জন্য জমা দিতে হবে ১০০০ টাকা। কোর্স শেষ হলে মিলবে শংসাপত্রও।
আগ্রহীদের এর জন্য এনপিটিইএল-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ কোর্সে ভর্তির আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৯ ফেব্রুয়ারি। এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy