রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক কোর্সে ভর্তির প্রক্রিয়া চলছে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়েও একটি নতুন কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাংবাদিকতার খুঁটিনাটি নিয়ে যাঁরা আগ্রহী, তাঁদের জন্য এই কোর্স। পড়ুয়ারা স্বল্পমেয়াদি এই কোর্সের জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের তরফে জার্নালিজ়ম বা সাংবাদিকতার এই কোর্স চালু করা হবে। কোর্সে মোট ৯৫টি আসনে পড়ুয়াদের ভর্তির নেওয়া হবে। কোর্সের মেয়াদ মাত্র ছ’মাস, যা চলতি বছরের মার্চ মাস থেকে শুরু অগস্ট পর্যন্ত চলবে। কোর্সের রেজিস্ট্রেশন ফি ২,০০০ টাকা।
আরও পড়ুন:
-
মাইক্রোবায়োলজিতে পিএইচডি করবেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া
-
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে গবেষক নিয়োগ, শূন্যপদ ক’টি?
-
যাদবপুরের সিএসআইআর-আইআইসিবিতে একাধিক প্রকল্পে কর্মী নিয়োগ, রয়েছে ১৫টি শূন্যপদ
-
ডিজিটাল ও ডেটা জার্নালিজ়ম নিয়ে নয়া কোর্স চালু বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের
-
বিজ্ঞানী প্রয়োজন কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা সংস্থায়, নিয়োগ কতগুলি শূন্যপদে?
উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পাঠক্রমে ভর্তির আবেদন করা যাবে। পাঠক্রমের বেশিরভাগ ক্লাস হবে অনলাইনে এবং কিছু ক্লাস হবে অফলাইনে। শুধু থিওরি না, আয়োজন করা হবে প্র্যাকটিক্যাল ক্লাসেরও। কোর্স শেষে পড়ুয়াদের মূল্যায়নের জন্য পরীক্ষাও নেওয়া হবে। তবে পরীক্ষা হবে অফলাইনে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তি দেওয়া ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে পাঠক্রমে ভর্তির আবেদন করতে হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশদ জানার জন্যও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।