প্রতীকী চিত্র।
বর্তমানে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে বিজ়নেস অ্যানালিটিক্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। নানাবিধ তথ্য বিশ্লেষণের মাধ্যমে কী ভাবে ব্যবসায়িক সংস্থার উন্নতি ঘটানো যায়, তা এর সাহায্যে সহজেই জানা সম্ভব হয়। তাই এই বিষয়ে রাজ্যের নামী তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা একযোগে একটি কোর্স চালু করেছে। কোর্সটির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
আইআইটি খড়্গপুর, আইএসআই কলকাতা এবং আইআইএম কলকাতার তরফে যে কোর্সটি করানো হবে, সেটির নাম— ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজ়নেস অ্যানালিটিক্স’ (পিজিডিবিএ)। ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। পিজি ডিপ্লোমা কোর্সটির মেয়াদ দু’বছর। পাঠক্রমের বিভিন্ন বিষয় পড়াবেন তিনটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা। কোর্সে থিয়োরি ক্লাস ছাড়াও পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া শিল্পক্ষেত্রের পেশাদারদের সঙ্গে আলাপচারিতার সুযোগ এবং কোর্স শেষে চাকরির জন্য প্লেসমেন্টের সুযোগও মিলবে পড়ুয়াদের।
কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
কোর্সটিতে ভর্তির জন্য একটি কম্পিউটার নির্ভর তিন ঘণ্টার পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ, দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy