Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
IB Officer

গোয়েন্দা হওয়ার ইচ্ছে? কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে চাকরির খুঁটিনাটি জেনে নিন!

কী কী পদে নিয়োগ হয়, কী কি যোগ্যতা লাগে তার জন্য, এই লেখায় সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হবে।

কেন্দ্রীয় গোয়েন্দা দফতর

কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ২২:৪৫
Share: Save:

ফেলুদার মতো শখের গোয়েন্দা হওয়ার ইচ্ছে কি কখনও হয়েছে নাকি একেবারে পেশাদারি গোয়েন্দা হওয়ার বাসনা রয়েছে? পেশাদারি গোয়েন্দার চাকরি কিন্তু নানারকম হয়। তার মধ্যে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো বা কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের চাকরি অন্যতম। কী কী পদে নিয়োগ হয়, কী কি যোগ্যতা লাগে তার জন্য, এই লেখায় সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই নিরাপত্তা সংস্থায় বিভিন্ন পদে এই বছর ইতিমধ্যে নিয়োগ সম্পূর্ণ হয়েছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কী কী উল্লেখযোগ্য পদ রয়েছে?

১. সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার (এসিআইও) গ্রেড ১/ এগজিকিউটিভ

২. সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার (এসিআইও) গ্রেড ২/ এগজিকিউটিভ

৩. জুনিয়র গোয়েন্দা অফিসার (জেআইও) গ্রেড ১/ এগজিকিউটিভ

৪. জুনিয়র গোয়েন্দা অফিসার (জেআইও) গ্রেড ২/ এগজিকিউটিভ

৫. নিরাপত্তা সহকারী (এসএ) / এগজিকিউটিভ

এর মধ্যে এসিআইও এগজিকিউটিভ ও জেআইও এগজিকিউটিভ-এর চাকরি পদগুলিকে সম্মানজনক পদ হিসাবে বিবেচনা করা হয়।

যোগ্যতা :

শিক্ষাগত যোগ্যতা :

এসিআইও ও জেআইও পদের জন্য চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এ ছাড়া, এসএ পদের জন্য চাকরিপ্রার্থীদের দশম শ্রেণির পরীক্ষায় পাশ করতে হবে।

কাজের অভিজ্ঞতা:

এসিআইও গ্রেড ১ও ২ পদের / এগজিকিউটিভ পদের জন্য- দু'বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

জেআইও গ্রেড ১ও ২ পদের / এগজিকিউটিভ পদের জন্য-- চাকরিতে নিয়োগের পর যে গ্রেড স্থির করা হয়েছিল, তাতে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

দু'ক্ষেত্রেই কেন্দ্রীয় বা রাজ্য পুলিশ সংস্থার অফিসার বা প্রতিরক্ষা দফতরে সমগোত্রীয় পদে কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন জানানো যাবে।

বয়ঃসীমা:

সমস্ত পদের জন্যই বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয় ৫৬ বছর। তবে জুনিয়র গোয়েন্দা অফিসার (প্রযুক্তি) পদের ক্ষেত্রে এই বয়ঃসীমা ৬৫ বছর।

জাতিগত পরিচয়:

আবেদনকারীদের সকলকেই ভারতীয় নাগরিক হতে হবে।

বাছাই প্রক্রিয়া:

যে যোগ্য ও আগ্রহী অফিসারদের চাকরিতে শেষ ডেপুটেশনের পর ৩ বছর কেটে গিয়েছে এবং যাঁরা এক বারের বেশি ডেপুটেশনে যাননি, তাঁদের আবেদনপত্রগুলি প্রয়োজনীয় নথিসহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দা দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে উদ্দেশ্য করে ডাকযোগে পাঠাতে হয়। এর পর সেখান থেকেই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হয়।

বেতন কাঠামো:

এসিআইও গ্রেড ১ / এগজিকিউটিভ পদে সপ্তম বেতনক্রম অনুযায়ী ৪৭,৬০০-১,৫১,১০০ টাকা বেতন প্রদান করা হয়।

এসিআইও গ্রেড ২ / এগজিকিউটিভ পদে সপ্তম বেতনক্রম অনুযায়ী ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা বেতন প্রদান করা হয়।

জেআইও গ্রেড ১/ এগজিকিউটিভ পদে পঞ্চম বেতনক্রম অনুযায়ী ২৯,২০০-৯২,৩০০ টাকা বেতন প্রদান করা হয়।

জেআইও গ্রেড ২ / এগজিকিউটিভ পদে চতুর্থ বেতনক্রম অনুযায়ী ২৫,৫০০-৮১,১০০ টাকা বেতন প্রদান করা হয়।

নিরাপত্তা সহকারী (এসএ) / এগজিকিউটিভ পদে তৃতীয় বেতনক্রম অনুযায়ী ২১,৭০০-৬৯,১০০ টাকা বেতন প্রদান করা হয়।

এ ছাড়াও, এই পদগুলিতে চাকরিরতদের নানা ভাতা ও সুযোগসুবিধাও দেওয়া হয়।

তাই কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে চাকরি করার বাসনা থাকলে উপরোক্ত তথ্যগুলি ও সরকারি ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য জেনে ও যাচাই করে আবেদন করে ফেলতে পারেন।

অন্য বিষয়গুলি:

IB Officer Intelligence Bureau Posts Eligibility Qualification Age Limit Nationality Selection Salary Government Agency Government Job Central Government Officers Education Career police Recruitment Employment Jobs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy