Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ক্ষমা চাইলেন ফেসবুক কর্তা, অভিযোগ-মুক্ত শামি এবং আরও খবর

গড়াপেটার অভিযোগ থেকে মুক্ত শামি, ফেসবুক কর্তা ক্ষমা চাইলেন, এ ছাড়া আর কী রয়েছে আজকের শিরোনামে? দেখে নিন

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০৭:০০
Share: Save:

এ এক অন্য লড়াই। ১৫ দিন টানা। মাঠের বাইরের সেই লড়াই থেকে আজ অনেকটাই মুক্ত মহম্মদ শামি। তাঁকে স্বস্তি দিয়ে বোর্ডের দুর্নীতি দমন শাখা বৃহস্পতিবার জানিয়ে দিল, ম্যাচ গড়াপেটার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন তিনি। সেই সঙ্গেই তাঁকে ফিরিয়ে নেওয়া হল বোর্ডের চুক্তিতে। গ্রেড ‘বি’তে রাখা হচ্ছে তাঁকে।

এ দিকে সমন পাঠানোর হুমকির ২৪ ঘণ্টা পেরোনোর আগেই জবাব দিলেন ফেসবুক-প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। আমেরিকার গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে পাঁচ কোটি মানুষের ফেসবুক-তথ্য বেহাত হওয়ার নৈতিক দায় নিলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ভারত-সহ অন্যান্য দেশের নির্বাচনের গরিমা অক্ষুণ্ণ রাখতে তাঁর সংস্থা বদ্ধপরিকর। ক্ষমা চাইলেন তিনি।

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• ধর্ম-জাত সর্বনাশা, বলছেন কাস্টলেস জুনিয়র

কাস্টলেস জুনিয়র। এটাই আসল নাম কেরলের কোল্লাম জেলার পুনালুরের বাসিন্দা আইনজীবীর। তবে এমন নাম তাঁর একার নয়। তাঁর দাদার নাম কাস্টলেস, বোনের নাম শাইন কাস্টলেস। সবিস্তার পড়তে ক্লিক করুন

• মাধ্যমিকের আগে বাড়তি উত্তরপত্রও নিয়েছিলেন হরিদয়াল!

বিশ্বনাথের দাবি, মাধ্যমিকের আগে হরিদয়াল চার প্যাকেট উত্তরপত্র নিয়েছিলেন৷ এক একটা প্যাকেটে সাতশো থেকে সাড়ে সাতশো উত্তরপত্র থাকে৷ সবিস্তার পড়তে ক্লিক করুন

• ছেলের সাপ বাঁচানোর নেশায় ঘুম ছুটেছে বাবা-মা’র

রাতে ছেলে ঘরে ফিরতেই আঁতকে উঠেছিলেন মা। গুণধর ছেলের হাতে তখন রয়েছে একটি চন্দ্রবোড়া সাপ। বিষধর সাপটিকে তক্ষুনি বাইরে ছেড়ে দিয়ে আসতে বলেছিলেন। কিন্তু কে শোনে কার কথা! সবিস্তার পড়তে ক্লিক করুন

• মুখ ফিরিয়ে পরিবার, অন্তঃসত্ত্বা মনোরোগীকে দেখবে কে

বাসস্ট্যান্ডের এক ধারে বসে অঝোরে কেঁদে চলেছেন বছর আঠাশ-উনত্রিশের অন্তঃসত্ত্বা তরুণী। সঙ্গে জিনিস বলতে ছোট্ট একটি ব্যাগ।ওই ভাবে বহুক্ষণ কাটার পরে বিষয়টি নজরে আসে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্যের। তিনিই নিজের সংস্থার সঙ্গে কথা বলে এবং শিলিগুড়ি পুলিশের সাহায্য নিয়ে উদ্ধার করেন ওই তরুণীকে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• কমনওয়েলথে পদক জিতে বাবাকে পরাবেন সনিয়া

প্রতিবার স্টেডিয়াম প্রদক্ষিণ শে‌ষ হচ্ছে আর তিনি গুণে চলেছেন, ‘‘১২, ১৩, ১৪...!’’ ১৯ বারের মাথায় তরুণী দাঁড়িয়ে পড়তেই এবারে বাবার কড়া ধমক খেতে হল। সবিস্তার পড়তে ক্লিক করুন

অন্য বিষয়গুলি:

Morning News Wrap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE