রামনবমীর শোভাযাত্রায় শেষ পর্যন্ত ফের বিতর্ক উস্কে ফিরে এল অস্ত্রই। পুরুলিয়া, বর্ধমান, হাওড়া বা হুগলি— নানা জেলার বিভিন্ন জায়গায় খোলা তলোয়ার, দা, কাটারি বা ত্রিশূল হাতে মিছিল করলেন রামভক্তেরা। বজরং দলের মিছিলে নাবালকের হাতে অস্ত্র দেখা গিয়েছে। যে ছবি দেখে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট জন এবং মনস্তত্ত্ববিদদের অনেকে।
দিন বদলে বামেদের রাজনৈতিক প্রভাব যখন কমছে, তখন কিন্তু নীরবে মানুষের মধ্যে মিশে গিয়ে জমি তৈরি করে চলেছে সঙ্ঘ-প্রভাবিত নানা সংগঠন। কী ভাবে রাজ্যে রাজ্যে সঙ্ঘ কাজ করছে, এ বারের পার্টি কংগ্রেসে সেই শিক্ষার উপরে জোর দিতে চাইছে সিপিএম।
এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...
• বল বিকৃতিতে খলনায়কদের সঙ্গে তুলনা স্মিথের
বল বিকৃতির কলঙ্ক মাথায় নিয়ে এক মুহূর্তে বিশ্ববন্দিত থেকে বিশ্বনিন্দিত হয়ে গেলেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ। দলের অনুজ ক্রিকেটারকে দিয়ে বল বিকৃতির মতো চরম অপরাধ ঘটানোর জন্য স্মিথের সঙ্গে এখন তুলনা করে হচ্ছে লান্স আর্মস্ট্রংয়ের। সবিস্তার পড়তে ক্লিক করুন
• যান-শাসনেও এ বার প্রিয়ার চোখের ইশারা
নিরাপদে গাড়ি চালানো এবং ট্র্যাফিক আইন ভাঙা আটকাতে অষ্টাদশী প্রিয়া প্রকাশ ভেরিয়ারের উপরেই আস্থা রাখছে বডোদরা পুলিশ। সবিস্তার পড়তে ক্লিক করুন
• ছাত্র এক! সাপ-ভরা গ্রামে পড়াতে যান রজনী
এখানে মানুষের চেয়ে সাপ বেশি! আর স্কুলে মাত্র এক জনই ছাত্র। প্রথম দিকে ১১ জন পড়ুয়া ছিল। কমে কমে ঠেকেছে মাত্র একটিতে। সবিস্তার পড়তে ক্লিক করুন
• পাক-প্রেমীদের কড়া হুঁশিয়ারি শেখ হাসিনার
স্বাধীনতার ৩০ লক্ষ শহিদের রক্তঋণকে স্বীকার করে দেশের মধ্যে পাকিস্তানপ্রেমীদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবিস্তার পড়তে ক্লিক করুন
• ‘কাট-মুণ্ডু’র সিকুয়েল, কর্তার ছবিতে নায়িকা গিন্নি
কাট-মুণ্ডু টু কম্বোডিয়া’র কাস্ট নিয়ে অনেক দিন ধরেই টালবাহানা চলছিল। মিমি যে থাকবেন না, সেটা প্রত্যাশিতই। প্রশ্ন ছিল, তা হলে কি শুভশ্রী থাকছেন? সবিস্তার পড়তে ক্লিক করুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy