মোদী-বিরোধী জোট গড়ার প্রশ্নে এ যাত্রায় কি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গেও কথা হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? তেমন কর্মসূচি নেই। যদিও কংগ্রেস সূত্র বলছে, সনিয়ার সঙ্গে মমতার বৈঠক যখন চলবে, তখন রাহুলও তাতে যোগ দিতে পারেন।
লোকসভা নির্বাচনের আগে পাকিস্তান প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই ‘যুদ্ধং দেহি’ মনোভাব নিন, তলে তলে দুই দেশই বোঝাপড়ার চেষ্টা করছে। দ্বিপাক্ষিক বরফ গলানোর লক্ষ্যে দু’দেশের নেতৃত্বই কূটনৈতিক ও অন্যান্য স্তরে আলোচনা শুরু করেছেন।
শনিবার রাত সওয়া আটটা নাগাদ পাম্পিং স্টেশনের এক নম্বর ফেজের একটি পাম্পে বিস্ফোরণ ঘটে। অল্প ক্ষণের মধ্যেই প্রায় ২০ ফুট জলের তলায় চলে যায় ওই পাম্পিং স্টেশনটি। এই ঘটনার জেরে আজ রবিবার বজবজ, গার্ডেনরিচ, বেহালা, পূজালি এলাকায় জল সরবরাহ ব্যাহত হবে।
এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...
• রেল চেয়ে সোচ্চার সীমান্ত
রেলহীন চাপড়া, তেহট্ট, করিমপুর, জলঙ্গি, ডোমকলের লোকজন তো থ। ‘এ আবার কেমন মশকরা!’— বলতে-বলতে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন লোকজন। সবিস্তার পড়তে ক্লিক করুন
• পশুখাদ্য কেলেঙ্কারি: চতুর্থ মামলায় ১৪ বছরের জেল লালুপ্রসাদের
পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদকে শনিবার ১৪ বছরের কারাদণ্ড দিল রাঁচীর বিশেষ সিবিআই আদালত। সবিস্তার পড়তে ক্লিক করুন
• ধ্বংস করা হচ্ছে জেএনইউ-কে, শঙ্কা রোমিলার
নিজের আশঙ্কাটা সরাসরি প্রকাশ করেই ফেললেন ইতিহাসবিদ রোমিলা থাপার। সবিস্তার পড়তে ক্লিক করুন
• ‘রেইড’-এর অজয় দেবগন আসলে এক বাঙালি, জানেন তো?
পর্দায় ‘লার্জার দ্যান লাইফ’ ওই চরিত্রকে দেখে অনেকেরই মনে হতে পারে, বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই। সবিস্তার পড়তে ক্লিক করুন
• ২০ বলে ১০২, ব্যাট হাতে সুপারম্যান ঋদ্ধিমান
স্থানীয় ক্রিকেট বলে গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী বা যুবরাজ সিংহের ছয় বলে ছ’টি ছয় মারার কৃতিত্বের সঙ্গে এক আসনে বসানো যাচ্ছে না তাঁকে। সবিস্তার পড়তে ক্লিক করুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy