গোরক্ষপুর-ফুলপুরে হারের বদলা বিজেপি রাজ্যসভার ভোটে নিল। দিনভর নাটকের শেষে সব মিলিয়ে উত্তরপ্রদেশে ১০টি আসনের মধ্যে ৯টি আসন পেল বিজেপি। বাকি আসনটিতে জিতলেন সপা-র জয়া বচ্চন। গতকাল ভোট হল ৭ রাজ্যের ২৬টি আসনে। তার মধ্যে উত্তরপ্রদেশে দশটি। এবং যোগী আদিত্যনাথের রাজ্যের দশ নম্বর আসনটির দিকেই নজর ছিল সবার।
ফেলে-ছড়িয়েও তৃণমূলের ‘দাদাগিরি’ নিশ্চিত ছিল এ বারের রাজ্যসভা ভোটে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পরিষদীয় দলের অন্তত আধ ডজন নেতা লেগে থাকলেও ভোট শুরুর ঘণ্টা দুই পরেই গুঞ্জন শুরু হয় মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতিকে নিয়ে। বর্ষীয়ান মৃগেনবাবুর হাত কেঁপে ভোট নষ্ট হয়।
এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...
• মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হাসিন
ভারতীয় পেসার মহম্মদ শামি-র উপর থেকে ক্রিকেট-দুর্নীতির অভিযোগ উঠে যাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে দেখা করলেন হাসিন জাহান। সবিস্তার পড়তে ক্লিক করুন
• জাতীয় দল থেকে আপাতত নির্বাসিত সৌম্যজিৎ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ-এর বিরুদ্ধে। পুলিশের কাছে সেই অভিযোগের আটচল্লিশ ঘণ্টার মধ্যেই তাঁকে নির্বাসিত করল টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া। সবিস্তার পড়তে ক্লিক করুন
• বাবাকে খুনের ‘সুপারি’ দিয়ে ধৃত ছেলে
বাবাকে খুনের চেষ্টা হয়েছিল বলে পুলিশে অভিযোগ জানিয়েছিল বড় ছেলে। শেষমেশ তাকেই গ্রেফতার করল পুলিশ। খুনের জন্য সে দুই বন্ধুকে ৬০ হাজার টাকার ‘সুপারি’ দেয়। অগ্রিম হিসেবে দেয় ২০ হাজার টাকা। সবিস্তার পড়তে ক্লিক করুন
• জঙ্গি দমনে এ বার তৈরি চারপেয়ে ‘পুলিশ’
ওদের শরীরে বাঁধা ক্যামেরা। তাতে ছবি উঠছে অবিরাম। সেই ছবি পৌঁছে যাচ্ছে পুলিশের কন্ট্রোল রুমে। আর ঘটনাস্থলে ওরা খুঁজে চলেছে সূত্র। যে সূত্রের হাত ধরে অপরাধীকে ধরতে নামবে পুলিশ। সিনেমা নয়, এমন দৃশ্য এ বার দেখা যাবে কলকাতাতেও। সবিস্তার পড়তে ক্লিক করুন
• ‘কাজ করছিস, না শুধু প্রেম’, শোভনকে মমতা
বিধানসভা ভবনে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সবেমাত্র ঢুকেছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতেই তিনি প্রশ্ন করেন, ‘‘শুধুই প্রেম করছিস, নাকি কাজও করছিস?’’দৃশ্যত অস্বস্তিতে পড়ে আমতা-আমতা করে পাশ কাটান শোভন। সবিস্তার পড়তে ক্লিক করুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy