চলন্ত ট্রেনে ডাস্টবিন জঞ্জালে ভরে গেলে সমাধান কী? আর একটা ডাস্টবিন। ভারতীয় রেলে অবশ্য অন্য ব্যবস্থা। এক রেলকর্মী রাতের চলন্ত ট্রেন থেকে বাইরে রেললাইনেই জঞ্জাল ফেলছেন, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। কেন এমন করলেন, প্রশ্নে সহাস্য জবাবও তৈরি, ‘আর কোথায় ফেলব!’ সত্যিই তো, রেল কি পার্ক, কুম্ভ বা তাজমহল, ভারতে সব কিছুই জনতার জন্য, জনতার দ্বারা, জনতার হাতে জঞ্জাললাঞ্ছিত হতে বলিপ্রদত্ত। মুখে শুধু রাখতে হবে অনুতাপহীন হাসি: হে ভারত, তোমায় ভালবাসি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)