যাওয়ার কথা ছিল বারাণসীর মন্দিরে পুজো দিতে। কিন্তু তার আগেই আটক হলেন উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগার। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ লখনউয়ে ইন্দিরানগরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় সিবিআই। গত বছর জুনে, উন্নাওয়ের এক কিশোরীকে দলবল নিয়ে গিয়ে কুলদীপ গণধর্ষণ করেছেন বলে অভিযোগ। ‘ধর্ষিতা’ কিশোরীর দাবি, তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু লাভের লাভ কিছু্ হয়নি।
অন্যদিকে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল। এই মামলা নিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয় শাসকদলের পক্ষ থেকে। কিন্তু বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূলের সেই আর্জি খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, এ বিষয়ে যা শুনানি হওয়ার সোমবারই হবে।
জঙ্গলমহলে এখন আদিবাসীদের শিকার উত্সব চলছে। এ দিন সকালে বাগঘোরার জঙ্গলে শিকারে গিয়েছিলেন একদল আদিবাসী যুবক। দলে প্রায় ৩০- ৪০ জন ছিলেন। যুবকেরা জানিয়েছেন, জঙ্গলের মধ্যে একটি খাল রয়েছে। সেই খালের সামনেই ঘাপটি মেরে বসেছিল বাঘটি। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ওই জঙ্গল থেকেই রয়্যাল বেঙ্গলের দেহ উদ্ধার হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা।
একই দিনে শুটিংয়ে জোড়া সোনা এবং রুপো এল ভারতের ঝুলিতে। ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে সোনা জিতলেন তেজস্বিনী সবন্ত। ওই একই ইভেন্টে রুপো জিতেছেন অঞ্জুম মডগিল। অন্য দিকে, ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল শুটিংয়ে সোনা জিতেছেন হরিয়ানার ছেলে বছর পনেরোর অনিশ ভানওয়ালা।
গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিন কয়েক ঝলকে:
সারা দিন কী কী ঘটল, পড়ে নিন বিশদে:
• উন্নাও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের হাতে অবশেষে আটক বিজেপি বিধায়ক
উন্নাও কাণ্ডে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে গতকালই ইলাহাবাদ হাইকোর্টের তিরস্কারের মুখে পড়তে হয়েছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে। আদালত জানতে চেয়েছিল, অভিযুক্ত বিধায়ককে এক ঘণ্টার মধ্য গ্রেফতার করা হবে কি না। বিস্তারিত জানতে ক্লিক করুন
• পঞ্চায়েত: ডিভিশন বেঞ্চে তৃণমূল, কিন্তু স্থগিতাদেশ বহালই রইল
বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূলের সেই আর্জি খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, এ বিষয়ে যা শুনানি হওয়ার সোমবারই হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন
• দেড় মাসের ‘আতঙ্ক’ রয়্যাল বেঙ্গলের মৃতদেহ মিলল লালগড়ে
গত কয়েক দিন আগেই লালগড়ের জঙ্গলে আদিবাসীরা শিকার উত্সব করেছিল। এ দিন সকালেও শিকার করতে গিয়ে বাঘের আক্রমণে দুই আদিবাসী আহত হন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়। বিস্তারিত জানতে ক্লিক করুন
• কমনওয়েলথ: দিনের শুরুতেই শুটিংয়ে জোড়া সোনা, একটি রুপো ভারতের
৫০ মিটার রাইফেল ৩ পজিশনে সোনা জিতলেন তেজস্বিনী সবন্ত। ওই একই ইভেন্টে রুপো জিতেছেন অঞ্জুম মডগিল। ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল শুটিংয়ে সোনা জিতেছেন হরিয়ানার ছেলে বছর পনেরোর অনিশ ভানওয়ালা। বিস্তারিত জানতে ক্লিক করুন
• আজীবন নিষিদ্ধ শরিফ, জানিয়ে দিল পাক সুপ্রিম কোর্ট
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিকানার দায়ে গত জুলাইয়ে পাকিস্তানের শীর্ষ আদালতের রায়ে বরখাস্ত হওয়ার পর ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তদানীন্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিস্তারিত জানতে ক্লিক করুন
• বন্ধের কলকাতা স্বাভাবিক, বিক্ষিপ্ত গোলমাল জেলায়
যাদবপুর, হাজরা, শ্যামবাজারে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ধর্মতলা, রুবি মোড়-সহ শহরের নানা জায়গায় চলছে বাস, ট্রাম। মিলছে ট্যাক্সিও। সকাল থেকেই রাস্তায় নেমেছে প্রচুর সরকারি বাস। প্রতিদিনের মতোই কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ। স্কুল-কলেজও খোলা রয়েছে। বিস্তারিত জানতে ক্লিক করুন
• মুভি রিভিউ: জীবনের সব ভালবাসা নিংড়ে নিল অক্টোবরের ক্যানভাস
শপিং মল, বিকিনি টপ বা কথায় কথায় বয়ফ্রেন্ড বদলায় না আসলে সকলে। বরং না বলা প্রেমের অপেক্ষা করে, শিউলি গাছের তলায় চাদর বিছায়, ঝরা শিউলির গন্ধে নিজের এক টুকরো জীবনকে রাঙিয়ে। বিস্তারিত জানতে ক্লিক করুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy