Advertisement
০৫ নভেম্বর ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

চাঁদের মানবিক রূপ

মৃণাল ঘোষঅমরেন্দ্র চক্রবর্তী সাহিত্যিক, কবি এবং সম্পাদকও। ১৯৭০-এর দশকে কবিতা পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আলোকচিত্র ছাড়া চিত্রকলাও তাঁর নিয়মিত চর্চার বিষয়। সম্প্রতি আইসিসিআর-এ হয়ে গেল একক প্রদর্শনী।

শেষ আপডেট: ০২ মে ২০১৫ ০১:০০
Share: Save:

অমরেন্দ্র চক্রবর্তী সাহিত্যিক, কবি এবং সম্পাদকও। ১৯৭০-এর দশকে কবিতা পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আলোকচিত্র ছাড়া চিত্রকলাও তাঁর নিয়মিত চর্চার বিষয়। সম্প্রতি আইসিসিআর-এ হয়ে গেল একক প্রদর্শনী। আদিমতার অনুষঙ্গ থেকে তিনি তাঁর ছবিতে কল্পরূপাত্মক পরিমণ্ডল তৈরি করেছেন। যার মধ্যে রয়েছে জ্যোৎস্নার বিস্ময়দীপ্ত মানবিক রূপ। অন্য দিকে ‘মুন অন দ্য ব্ল্যাক মাউন্টেন’ ছবিতে চাঁদের জান্তব রূপ।

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • উজ্জ্বল দেবনাথ ৪ মে পর্যন্ত।

• অর্পিতা মুখোপাধ্যায় ১১ মে পর্যন্ত।

• অ্যাবস্ট্রাক্ট পোয়েট্রি পরশু শেষ।

• জ্যোতির্ময়, বিপিন, অয়ন প্রমুখ পরশু শেষ।

জিসি লাহা: • সুপ্রীতি, দেবযানী প্রমুখ ৫ মে পর্যন্ত।

অণু গ্যালারি: • পরিতোষ সেন, গণেশ পাইন, সুনীল দাস, গণেশ হালুই প্রমুখ ১০ মে পর্যন্ত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE