Advertisement
০৫ নভেম্বর ২০২৪
জোরালো হচ্ছে সুদ কমানোর দাবি

সার্বিক মূল্যবৃদ্ধি শূন্যে

অবশেষে শূন্যে। শাক-সব্জি, জ্বালানির কম দামের হাত ধরে সার্বিক মূল্যবৃদ্ধির হার নভেম্বরে নেমে এল শূন্যে। যার অর্থ আপাতত বাজারে জিনিসপত্রের দাম আর বাড়েনি। গত সাড়ে পাঁচ বছরে এত নীচে নামেনি এই হার। ফলে এর জেরে এক দিকে মানুষের দৈনন্দিন খরচ কমার মুখ নিয়েছে। অন্য দিকে শিল্পমহলের তরফে আরও জোরালো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর দাবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ০৩:০২
Share: Save:

অবশেষে শূন্যে। শাক-সব্জি, জ্বালানির কম দামের হাত ধরে সার্বিক মূল্যবৃদ্ধির হার নভেম্বরে নেমে এল শূন্যে। যার অর্থ আপাতত বাজারে জিনিসপত্রের দাম আর বাড়েনি। গত সাড়ে পাঁচ বছরে এত নীচে নামেনি এই হার। ফলে এর জেরে এক দিকে মানুষের দৈনন্দিন খরচ কমার মুখ নিয়েছে। অন্য দিকে শিল্পমহলের তরফে আরও জোরালো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর দাবি।

সোমবার সরকারি পরিসংখ্যান জানিয়েছে, পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা সার্বিক মূল্যবৃদ্ধির হার নভেম্বরে শূন্য ছুঁয়েছে। অক্টোবরে তা ছিল ১.৭৭%। আর ২০১৩-র নভেম্বরে ৭.৫২%।

পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ০.৬৩%, যা গত তিন বছরে সবচেয়ে কম। আর জ্বালানির মূল্যবৃদ্ধি ৪.৯১%, যা ২০০৯ সালের পর সর্বনিম্ন।

এ বার বাজারের আগুন নিবে আসার মূলে কাজ করেছে শাক-সব্জি, বিশেষত পেঁয়াজ, ভোজ্যতেল, পেট্রোল-ডিজেল ইত্যাদির দাম কমা। পেঁয়াজ কমেছে ৫৬%, শাক-সব্জি প্রায় ২৯%। তবে ডিম, মাছ-মাংস আগের তুলনায় কমলেও তা ৪% ছাড়িয়েছে। আলুর মূল্যবৃদ্ধির হার অবশ্য এখনও প্রায় ৩৪%।

প্রসঙ্গত, গত ছ’মাস ধরেই টানা কমছে মূল্যবৃদ্ধি। অন্য দিকে আবার অক্টোবর মাসে শিল্পোৎপাদন কমে গিয়েছে ৪.২%। ফলে শিল্পে প্রাণ ফেরাতে ও বৃদ্ধিকে টেনে তুলতে সুদ কমানোর জন্য নতুন করে সরব হয়েছে শিল্পমহল। কারণ মূল্যবৃদ্ধির হার যথেষ্ট নীচে না-নামা পর্যন্ত সুদ কমানো হবে না বলেই জানিয়েছিলেন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। খোদ অর্থমন্ত্রী অরুণ জেটলিও সুদ কমানোর পক্ষে সওয়াল করছেন। তবে শীর্ষ ব্যাঙ্ক আগেই জানিয়েছে, তারা সুদ কমাতে খুচরো মূল্যবৃদ্ধির হারকেই বেশি গুরুত্ব দেয়। যা কমলেও নভেম্বরে ছিল ৪.৩৮%। তা ছাড়া, রাজনের মতে, শুধু সুদ কমালেই শিল্পোৎপাদন আশানুরূপ বাড়বে না। তাঁর ইঙ্গিত, অর্থনীতিতে সার্বিক ভাবে চাহিদা বাড়লে তবেই শিল্প উৎসাহ পাবে।

ফের দাম কমলো পেট্রোল, ডিজেলের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বিশ্ব বাজারে তেলের দাম কমার জেরে ফের পেট্রোল ও ডিজেলের দাম কমাল দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় কর যোগ করে পেট্রোলের দর লিটারে ২.০৮ টাকা কমে হল ৬৮.৬৫ টাকা। একই হারে কমে ডিজেল দাঁড়াল লিটারে ৫৫ টাকা। এ নিয়ে অগস্ট থেকে এক টানা আট বার কমলো পেট্রোলের দর। আর ডিজেল কমলো অক্টোবর থেকে টানা চার বার।

অন্য বিষয়গুলি:

inflation petrol diesel price interest rate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE