অমিত মিত্র।
আসন্ন বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের (বিজিবিএস) প্রস্তুতিকে উপলক্ষ করেই এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে পাল্টা তির পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্রের।
লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে মোদী বহু বার ঠারেঠোরে খয়রাতি বা রেউড়ি (মিষ্টি) বিলি বলে সমালোচনা করেছেন। আজ দিল্লিতে দাঁড়িয়ে তার জবাব হিসেবে অমিত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের সময় আমজনতার হাতে নগদ টাকা তুলে দিয়েছেন। রাজ্যে চাহিদা বেড়েছে। আর সেই কারণেই নতুন লগ্নি এসেছে। তার পরেই অমিতের অভিযোগ, “উল্টো দিকে কেন্দ্রীয় সরকার কোভিডের সময় অর্থনীতিকে চাঙ্গা করতে বাজারে চাহিদার বদলে জোগান বাড়ানোর পথে হেঁটেছিল। কর্পোরেট সংস্থার করের হার কমিয়ে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল, এতে কর্পোরেট সংস্থাগুলি নতুন লগ্নি করবে। কিন্তু বাজারে চাহিদা না থাকায় সংস্থাগুলি পুঁজি ঢালেনি। সবটাই তাদের মুনাফার খাতায় চলে গিয়েছে।”
অমিতবাবুর বক্তব্য, আমেরিকায় রোনাল্ড রেগন ব্যবসার স্বাভাবিক নিয়মে পতনের মোকাবিলায় এই নীতি নিয়েছিলেন। কিন্তু তাঁকে কোভিডের মতো অতিমারির মোকাবিলা করতে হয়নি। মোদী সরকার সেই নীতি নেওয়ায় কোভিডের সময় এ দেশের কর্পোরেট সংস্থাগুলি বিপুল মুনাফা করেছে। অথচ পশ্চিমবঙ্গের বাজারে চাহিদা তৈরি করা হয়েছে বলেই এসেছে নতুন বিনিয়োগ।
রাজ্যে শিল্পায়ন হচ্ছে না, কোনও লগ্নি আসছে না, এখনও রাজ্য দেনায় ডুবে রয়েছে— পশ্চিমবঙ্গের এই ভাবমূর্তি কাটাতে আজ রাজ্যে বিনিয়োগ করেছেন, এমন সাত জন শিল্পপতিকে দিল্লির শিল্পমহলের সামনে তুলে ধরেন অমিত। আগামী ২১-২২ নভেম্বর বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের প্রস্তুতি হিসেবে সেখানকার শিল্পপতি, বিনিয়োগকারীদের সামনে ‘রোড-শো’ করে রাজ্যে বিনিয়োগের ‘বাস্তব চিত্র’ তুলে ধরতে চেয়েছিলেন তিনি। সেই লক্ষ্যেই বাস্তবে যাঁরা লগ্নি করেছেন, তাঁদের হাজির করা হল। টিটাগড় রেল সিমেন্টসের প্রীতিশ চৌধুরী, টিএম ইন্টারন্যাশনালের দীনেশ শাস্ত্রী, ওয়াও মোমো-র সাগর দরিয়ানী, আইটিসি-র বি সুমন্ত জানালেন, প্রয়োজনীয় পরিকাঠামো থেকে ব্যবসার সহজ পরিবেশ, বিশেষত বিশাল বাজারের সুবিধার জন্যই তাঁরা পশ্চিমবঙ্গে লগ্নি করেছিলেন এবং করছেন।
প্রীতিশ জানিয়েছেন, টিটাগড় রেল সিস্টেমস উত্তরপাড়ার কারখানায় ৮০টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে। সুমন্তের বক্তব্য, আইটিসি সাম্প্রতিক অতীতে রাজ্যে ৪,৭০০ কোটি টাকা লগ্নি করেছে। টাটা স্টিল, আইকিউ মারট্রেড, এনওয়াইকে সংস্থার যৌথ উদ্যোগে তৈরি টিএম ইন্টারন্যাশনাল লজিস্টিকস পশ্চিমবঙ্গ থেকে গোটা উত্তর-পূর্বে পণ্য পরিবহণ করছে, বলেন শাস্ত্রীও। আমরি গোষ্ঠীর রূপক বড়ুয়ার দাবি, আমরি হাসপাতাল নতুন করে ৫০০ কোটি টাকা লগ্নি করে ১৭০০ বেড পর্যন্ত হাসপাতালের পরিষেবা চালু করছে। সাগরের বার্তা, ওয়াও মোমো কসবায় দিনে ১০ লক্ষ মোমো তৈরির পরিকাঠামো তৈরি করেছে। রেস্তরাঁ ব্যবসায় সব থেকে বেশি লাইসেন্স জোগাড় করতে হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy