Advertisement
২২ নভেম্বর ২০২৪
Viral

সিএএ, এনআরসি, এনপিআর নিয়েও ব্যবসা করে নিচ্ছে অ্যামাজন!

অ্যামাজনের অন্যান্য প্রোডাক্টের মতো এই দুই ধরনের টি-শার্টের নীচেও রেটিং দেওয়ার সুযোগ রয়েছে। আর অ্যামাজন ডট ইন সাইটেও এই কাস্টমার্স রেটিংয়ের দিক থেকে এগিয়ে সিএএ, এনআরসি, এনপিআর বিরোধীরা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১৩:৩৯
Share: Save:

দেশ জুড়ে বিরোধিতার আবহ। সংশোধিত নাগরিত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) নিয়ে আন্দোলনে উত্তাল দেশ। তার মধ্যেই একটা অংশ সিএএ, এনআরসি, এনপিআর-কে সমর্থনও করছেন। সেই ‘দ্বন্দ্ব’কে কাজে লাগিয়ে আর্থিক মুনাফাও কামিয়ে নিতে চাইছে কোনও কোনও ব্যবসায়িক সংস্থা!

অনলাইন শপিং সাইট অ্যামাজন ডট ইন-এ যেমন বিক্রি হচ্ছে সিএএ, এনআরসি, এনপিআর শব্দ তিনটি লেখা টি-শার্ট। তাতে দু’রকমেরই অপশন রয়েছে। কেউ যদি সিএএ, এনআরসি, এনপিআর সমর্থন করেন, তাঁদের জন্যও যেমন রয়েছে, তেমন বিরোধীদের জন্যও রয়েছে টি-শার্ট।

সাদার উপর ইংরেজিতে কালো কালিতে লেখা তিনটি শব্দ—সিএএ, এনআরসি, এনপিআর। যাঁরা সমর্থন করেন তাঁদের জন্য ওই তিন শব্দের উপর সবুজ রঙের ‘টিক’ চিহ্ন দেওয়া টি-শার্টটি। আর যাঁরা বিরোধী শিবিরে তাঁদের জন্য সিএএ, এনআরসি, এনপিআর-এর উপর লাল রঙের একটি কোণাকুণি দাগ টানা রয়েছে।

আরও পড়ুন: অনাহারে মৃতপ্রায় সিংহেরা, বাঁচানোর আর্তি সোশ্যাল মিডিয়ায়

অ্যামাজনের অন্যান্য প্রোডাক্টের মতো এই দুই ধরনের টি-শার্টের নীচেও রেটিং দেওয়ার সুযোগ রয়েছে। আর অ্যামাজন ডট ইন সাইটেও এই কাস্টমার্স রেটিংয়ের দিক থেকে এগিয়ে সিএএ, এনআরসি, এনপিআর বিরোধীরা। সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী ছাপ মারা টি-শার্টে যেখানে রেটিং পড়েছে ৫-এর মধ্যে ৩.৩, সেখানে সমর্থনের টি-শার্টে রেটিং মাত্র ১।

আরও পড়ুন: এবার উত্তরপ্রদেশের ‘মালতীরা’ বারাণসীতে চলাবেন নিজেদের ক্যাফে

একই কোম্পানির তৈরি এই টি-শার্টের গুণমানের তফাৎ না হওয়াই স্বাভাবিক। তা-ও কাস্টমার রেটিংয়ে পিছিয়ে পড়ছে সবুজ টিকওয়ালা টি-শার্ট।

অ্যামাজনে বিক্রি হচ্ছে এই টি-শার্ট। ছবি: অ্যামাজন ডট ইন থেকে নেওয়া।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy