অতিমারির সময় থেকে বাড়ি থেকে কাজ, পড়াশোনার মতো কারণে দেশে চাহিদা বেড়েছিল ইন্টারনেট সংযোগের। সেই ধারা বজায় রয়েছে এখনও। ট্রাইয়ের পরিসংখ্যান জানাচ্ছে, ভারতে মোবাইল গ্রাহকদের তুলনায় কয়েকগুণ দ্রুতহারে বাড়ছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। ২০২৩-২৪ সালের জন্য টেলিকম নিয়ন্ত্রক বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ওই এক বছরে প্রায় ২.১ কোটি মানুষ মোবাইল সংযোগ নিয়েছেন। সেখানে আলোচ্য সময় ইন্টারনেটের সংযোগ নিয়েছেন ৭.৩১ কোটি। অর্থাৎ, প্রায় চারগুণ। যদিও মোট গ্রাহক সংখ্যার নিরিখে এখনও এগিয়ে মোবাইল। গত অর্থবর্ষ পর্যন্ত মোট মোবাইল গ্রাহক ছিল ১১৬.৫ কোটি। আর ইন্টারনেট ব্যবহারকারী ৯৫.৪৪ কোটি।
পাশাপাশি, দেশের শহরের তুলনায় গ্রামাঞ্চলে ফোন ব্যবহারকারী দ্রুতহারে বাড়ছে বলেও উঠে এসেছে ট্রাইয়ের রিপোর্টে। পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষে শহরাঞ্চলে সামগ্রিক ভাবে টেলিফোন গ্রাহকের বৃদ্ধি তো হয়নি, বরং তা কমেছে ০.১৫% হারে। যার সিংহভাগই মোবাইল গ্রাহক। এ ক্ষেত্রে সংযোগ কমেছে ০.২৬%। অন্য দিকে, গ্রামাঞ্চলে এই সময় টেলিফোন গ্রাহকের বৃদ্ধির হার ০.৪৮%। তবে মোট গ্রাহক সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে শহরগুলিই। সেখানে মোট ফোন গ্রাহকের সংখ্যা ৬৬.৫৪ কোটি। গ্রামে এই সংখ্যাটা ৫৩.৪ কোটি।
পাপাশি, সব মিলিয়ে গত অর্থবর্ষে দেশের টেলিঘনত্ব (প্রতি ১০০ জনে টেলিফোন ব্যবহারকারী) তার আগের বছরের চেয়ে খানিকটা উন্নতি করেছে বলে জানিয়েছে ট্রাই। ২০২৩-২৪ সালে তা দাঁড়িয়েছে ৮৫.৬৯%। গত ২০২২-২৩ সালে ছিল ৮৪.৫১%।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)