নতুন আর্থিক বছরে (পড়ুন ২০২৫-’২৬) কবে থেকে জমা করা যাবে আয়কর রিটার্ন? কোন তারিখ থেকে টাকা ফেরানো শুরু করবে আয়কর দফতর? মধ্য এপ্রিলে এই নিয়ে করদাতাদের মধ্যে তুঙ্গে উঠেছে জল্পনা। এ বছর ২০২৫-’২৬ মূল্যায়ন বছরের (অ্যাসেসমেন্ট ইয়ার) আয়কর রিটার্ন জমা করবেন তাঁরা।
আয়কর রিটার্নের দেখভাল করে থাকে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। সাধারণত এপ্রিল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। গত বছর ফেব্রুয়ারিতে আয়কর রিটার্ন জমা করার বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার। কিন্তু এ বছর এখনও সেটা দেয়নি সিবিডিটি। এপ্রিলের শেষের দিকে তা জারি হবে বলে মনে করা হচ্ছে।
বেতনভোগী করদাতারা আয়কর রিটার্ন জমা করার আগে নিয়োগকারী সংস্থা থেকে ফর্ম ১৬ পেয়ে থাকেন। সাধারণত, সেটা মে মাসের শেষে বা জুন মাসে পাওয়া যায়। ওই ফর্ম চলে এলে রিটার্ন জমা দিতে পারেন তাঁরা। ফর্ম ১৬-এ একটি আর্থিক বছরে প্রাপ্ত বেতন এবং ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স (টিডিএস)-এর সারসংক্ষেপ থাকে। নিয়োগকারী সংস্থাকে ১৬ জুনের মধ্যে বাধ্যতামূলক ভাবে এটি জারি করতে হয়।
করদাতাদের একাংশ টিডিএসের মাধ্যমে অগ্রিম টাকা দিয়ে থাকেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি যদি আয়করের আওতায় না পড়েন, তা হলে রিটার্ন দাখিলের পর সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে তাঁর। বর্তমানে রিটার্ন জমা করার ৭ থেকে ২০ দিনের মধ্যে টাকা ফেরত দেয় আয়কর দফতর। এতে এ ব্যাপারে করদাতাকে বেশ কিছু শর্ত মানতে হবে।
আয়কর রিটার্ন জমা করার সময়ে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এতে কোনও অসঙ্গতি বা ত্রুটি থাকলে টাকা ফেরত পেতে দেরি হবে করদাতার। এ ছাড়া যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে, তার সঙ্গে আধার এবং প্যান কার্ড সংযুক্ত থাকতে হবে। রিটার্নটি তাৎক্ষণিক ভাবে যাচাই করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আয়কর দফতর। অডিট বহির্ভূত কেসগুলির ক্ষেত্রে আগে রিটার্ন জমা পড়লে ৩১ জুলাইয়ের মধ্যেই টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে সংশ্লিষ্ট করদাতার।