মহার্ঘ: আইআরডিএ-র প্রস্তাব কার্যকর হলে বাড়তে পারে খরচ।
গাড়ি বিমার প্রিমিয়াম এক ধাক্কায় ৫০% বাড়ানোর প্রস্তাব দিল বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। এর আওতায় আসার কথা যাত্রী গাড়ি, মোটর সাইকেল ও বাণিজ্যিক যান। ১ এপ্রিল থেকে নতুন হার চালু করতে চায় তারা।
তবে ছোট গাড়ির (১,০০০ সিসি পর্যন্ত) তৃতীয় পক্ষ বিমা এখনকার ২,০৫৫ টাকার থেকে বাড়ানোর কোনও প্রস্তাব নেই। ৭৫ সিসি পর্যন্ত দ্বিচক্রযানকেও এর আওতা থেকে বাদ রেখেছে বিমা নিয়ন্ত্রক। আইআরডিএ ২০১৭-’১৮ অর্থবর্ষের জন্য পেশ করা খসড়া প্রস্তাবে এই সুপারিশ করেছে। এতে মতামত জানানো যাবে ১৮ মার্চ পর্যন্ত।
এক হাজার সিসি-র উপর থেকে শুরু করে ১৫০০ সিসি পর্যন্ত মাঝারি মাপের গাড়ির জন্য এবং সেই সঙ্গে তুলনায় কিছুটা বড় ও এসইউভি-র জন্য প্রিমিয়াম ৫০ শতাংশ বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইআরডিএ। সে ক্ষেত্রে মাঝারি গাড়ির জন্য তা ৩,৩৫৫ টাকা, বড় গাড়ির জন্য ৯,২৪৬ টাকা করার প্রস্তাব দিয়েছে তারা। ৩৫০ সিসি-র বেশি স্পোর্টস বাইক ও সুপার বাইকের জন্যও প্রিমিয়াম ৫০% বাড়িয়ে ১,১৯৪ করতে বলেছে আইআরডিএ। বৃদ্ধির প্রস্তাব রয়েছে ৭৭-১৫০ সিসি এবং ১৫০-৩৫০ সিসি-র বাইকের জন্যও।
পাশাপাশি, মালবাহী গাড়ির প্রিমিয়ামও ৫০% পর্যন্ত বাড়াতে বলা হয়েছে এই প্রস্তাবে। ৬ হর্স পাওয়ার পর্যন্ত ট্রাক্টরের প্রিমিয়াম ৫১০ টাকা থেকে বাড়িয়ে ৭৬৫ টাকা করার কথা বলেছে আইআরডিএ। ই-রিক্শ-র প্রিমিয়ামও বাড়াতে বলা হয়েছে।
তবে ভিন্টেজ গাড়ির জন্য ২৫% ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রসঙ্গত, ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার ক্লাব অব ইন্ডিয়া-ই স্থির করে একটি গাড়িকে ভিন্টেজ বলে গণ্য করা যাবে কি না। সেই অনুযায়ী তারা শংসাপত্রও দেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy