Advertisement
০২ নভেম্বর ২০২৪

কমিশনের প্রস্তাবে অখুশি টেলি শিল্প

টেলি কমিশন বরাদ্দ স্পেকট্রামের সীমা বাড়ানোর পাশাপাশি দাম মেটানোর সময় ১০ থেকে বাড়িয়ে ১৬ বছর করার প্রস্তাব দিয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০৩:২৬
Share: Save:

টেলিকম কমিশন স্পেকট্রামের দাম মেটানোর সময়সীমা বাড়ানোর প্রস্তাবে আখেরে পরিষেবা সংস্থাগুলির তেমন লাভ হবে না। এমনটাই দাবি টেলিকম শিল্পের সংগঠন সিওএআইয়ের। বরং লাইসেসন্স ফি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জ না কমানোর জন্য হতাশা জানিয়েছে তারা।

টেলি কমিশন বরাদ্দ স্পেকট্রামের সীমা বাড়ানোর পাশাপাশি দাম মেটানোর সময় ১০ থেকে বাড়িয়ে ১৬ বছর করার প্রস্তাব দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে সিওএআইয়ের ডিজি রাজন ম্যাথুজ বলেন, এতে গোড়ায় সংস্থার নগদ জোগানে কিছুটা সুরাহা হবে। কিন্তু অতিরিক্ত প্রায় ৮০ হাজার কোটি টাকা খরচ হবে।’’ বস্তুত, প্রায় ৪.৬ লক্ষ কোটি টাকার ধারের ভারে ন্যুব্জ টেলি শিল্প। অন্য দিকে, আয় কমে দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ কোটি টাকা। জিও আসায় মাসুল-যুদ্ধে গোটা শিল্পেরই আয় কমছে। সব মিলিয়ে আর্থিক ভাবে কিছুটা বেসামাল টেলিকম শিল্প।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE