টাটা স্টিল তাদের ওড়িশার কলিঙ্গনগর ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কলকাতায় বণিকসভা সিআইআইয়ের এক সভা শেষে এ কথা জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর টি ভি নরেন্দ্রন।
বর্তমানে কলিঙ্গনগর কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ৩০ লক্ষ টন। সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হলে তা বেড়ে হবে ৮০ লক্ষ টন। খুব শীঘ্রই সম্প্রসারণের প্রস্তাবটি টাটা স্টিলের পরিচালন পর্ষদের বৈঠকে পেশ করা হবে বলে নরেন্দ্রন জানিয়েছেন।
২০১৫ সাল সারা বিশ্বেই ইস্পাত শিল্পের খুব খারাপ সময় গিয়েছে। ভারতের বাজারেরও একই অবস্থা ছিল। ২০১৬ সালের প্রথম দিকেও একই চিত্র দেখেছে ইস্পাত শিল্পমহল। তার সঙ্গে বেড়েছিল কাঁচামালের দামও। তবে জুলাই মাসের পর থেকে ইস্পাত শিল্পের বাজার খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি নরেন্দ্রনের। তিনি জানান, কাঁচামালের দামের সঙ্গে এখন উৎপাদিত ইস্পাতের দামের বিশেষ ফারাক নেই। ফলে এটাই বিনিয়োগের সঠিক সময় বলে তিনি মনে করছেন। যে কারণে আগামী ছ’-সাত মাসের মধ্যে পরিচালন পর্ষদের কাছে সম্প্রসারণের প্রস্তাবটি পেশ করা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে।
প্রস্তাবটি পাশ হলে তিন-চার বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে ফেলা হবে। তবে এই খাতে কত টাকা বিনিয়োগ হবে, সে প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy