—প্রতীকী ছবি।
অবশেষে উঠল শেয়ার বাজার। লম্বা সময়ের পর সপ্তাহের শেষ লেনদেনের দিনে ৮২ হাজারের গণ্ডি পেরল সেনসেক্স। অন্য দিকে নিফটি ৫০-এর সূচক চড়েছে ২০০ পয়েন্টের বেশি। বড়দিনের মুখে বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় বেজায় খুশি লগ্নিকারীরা। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই ধারা বজায় থাকবে বলেই আশাবাদী অধিকাংশ ব্রোকারেজ ফার্ম।
শুক্রবার, ১৩ ডিসেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় ৮২,১৭৭.৯২ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স। বিএসইতে ৮৮৭.৯৬ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। সেটি প্রায় ১.০৯ শতাংশ। সকালে ৮১,২১২.৪৫ পয়েন্টে খোলে বাজার। দিনের মধ্যে সর্বোচ্চ ৮২,২১৩.৯২ পয়েন্টে উঠেছিল সেনসেক্স।
অন্য দিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক চড়েছে ২৪,৭৬৮.৩০ পয়েন্ট। অর্থাৎ নিফটি ৫০-তে ২১৯.৬০ পয়েন্টের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। শতাংশের নিরিখে সেটি প্রায় ০.৮৯। এ দিন ২৪,৪৯৮.৩৫ পয়েন্টে খোলে এই বাজার। নিফটি ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৭৯২.৩০ পয়েন্ট উঠেছে।
ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, ১,৭৪১টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ২,০৮৬টি স্টকের। আর ১১৪টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি। বিএসইতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির স্টকে দিনভর তেমন কোনও অস্থিরতা দেখা যায়নি। সেগুলির বৃদ্ধির সূচকেও যে খুব দুর্দান্ত ছিল, এমনটা নয়।
ক্ষেত্র বিশেষে দেখতে গেলে গা়ড়ি নির্মাণকারী, ব্যাঙ্ক, এফএমসিজি এবং টেলিকম সংস্থাগুলির স্টকের দাম বৃদ্ধি পেয়েছে ০.৫ থেকে ২ শতাংশ। অন্য দিকে রিয়্যাল এস্টেট, সংকর ধাতু এবং গণমাধ্যম কোম্পানিগুলির শেয়ারের সূচক নেমেছে ০.৫ শতাংশ।
নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন ভারতী এয়ারটেল, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইটিসি, আল্ট্রাটেক সিমেন্ট এবং হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারে লগ্নিকারীরা। শ্রীরাম ফিন্যান্স, ইন্দাসইণ্ড ব্যাঙ্ক, টাটা স্টিল, হিন্দালকো ও জেএসডব্লু স্টিলের স্টকে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি লোকসানের মুখ দেখতে হয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy