Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Gold Price

কমলেও ‘সোনায় সোহাগা’ নয়! বিয়ের মরসুমে প্রায় ৮০ হাজারের ঘরেই থাকল হলুদ ধাতু

লক্ষ্মীবারে দাম সামান্য কমলেও প্রায় ৮০ হাজার টাকায় ঘোরাফেরা করছে সোনা। কলকাতার বাজারে অবশ্য ৭৫০ টাকা বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর দর।

Gold price fall to Rs 79030 on 12 December 2024 know the rate in Kolkata

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৫:১৭
Share: Save:

বিয়ের মরসুমে সামান্য কমল সোনার দাম। তাতে অবশ্য একেবারেই স্বস্তি পাচ্ছেন না নতুন সংসার শুরু করতে চলা যুগলেরা। লক্ষ্মীবারে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম দাঁড়িয়েছে ৭৯ হাজার ৩০ টাকা। বুধবার, ১১ ডিসেম্বর দিন শেষে সোনার দর ওঠে ৭৯ হাজার ১০০ টাকায়। দাম ৮০ হাজার পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকদের একাংশ।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ‘ইন্ডিয়ান বুলিয়ান অ্যাসোসিয়েশন’-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সকাল ১১টা নাগাদ ৭০ টাকা কমে ৭৯ হাজার ৩০টাকা/১০ গ্রাম হয় সোনার দর। বাজার খোলার সময়ে অবশ্য সূচক ৭৯ হাজার ১০০ টাকাতেই দাঁড়িয়েছিল। অর্থাৎ হলুদ ধাতুর দামের ক্ষেত্রে ০.০৯ শতাংশ পতন দেখা গিয়েছে।

চলতি বছরের অক্টোবরে উৎসবের মরসুমে সর্বকালীন উচ্চতায় উঠেছিল সোনার দাম। ওই সময়ে চাহিদা বৃদ্ধি পাওয়ায় হু-হু করে চড়তে থাকে হলুদ ধাতুর দর। অক্টোবরে একটা সময়ে ৮১ হাজার ৫০০ টাকায় উঠে গিয়েছিল সোনার দাম। এর পর চাহিদা কমে যাওয়ায় দর নেমে আসে সাড়ে ৭৪ হাজারে। ২৩ নভেম্বর ৭৮ হাজার ৬০ টাকায় বিক্রি হয়েছে ১০ গ্রাম সোনা।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুযায়ী, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি সোনার ‘ফিউচার প্রাইস’ প্রতি ১০ গ্রামে হয়েছে ৭৯ হাজার টাকা। বিশ্ববাজারে হলুদ ধাতু দামি হওয়ায় ঘরোয়া বাজারেও এর দর বাড়ছে বলে জানা গিয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, বর্তমানে বিশ্ববাজারে সোনার দর ২,৭২৪ ডলারে স্থির রয়েছে। এ বছরের ডিসেম্বরের গোড়া থেকে এতে কোনও উত্থান-পতন দেখা যায়নি।

এই পরিস্থিতিতে কলকাতায় হলমার্ক যুক্ত সোনার (পড়ুন ২২ ক্যারেট) প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৫০ টাকা। লক্ষ্মীবারে ৭৫০ টাকা বেড়েছে হলুদ ধাতুর দর। খুচরো পাকা সোনার (পড়ুন ২৪ ক্যারেট) ১০ গ্রাম দর বৃদ্ধি পেয়েছে ৮৫০ টাকা। ৭৮ হাজার ৩৫০ টাকায় সেটি বিক্রি হচ্ছে। পাকা সোনার বাট কিনতে লাগছে ৭৭ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রামে এতে ৮০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

অন্য বিষয়গুলি:

Gold Price Today Gold Price Kolkata gold rate Gold Rate Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy